আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের লক্ষণ

Two roads diverged in a wood, and I - I took the one less traveled by, and that has made all the difference. -Robert Frost

প্রেমে পড়লে ছেলে ও মেয়েদের মধ্যে কিছু বাহ্যিক ক্রিয়া-প্রতিক্রিয়া দেখা যায়। বিভিন্ন সূত্রে পাওয়া লক্ষণগুলো এরকম। মেয়েদের বেলায়- (১) প্রতিদিন বিশ থেকে পঁচিশবার কিংবা তারও বেশি বার আয়নায় নিজেকে খুটিয়ে দেখা (২) অত্যধিক ফ্যাশন সচেতনতা (৩) নোট এবং বই সংগ্রহের কথা বলে ঘন ঘন বসা/বাড়ি থেকে বের হওয়া (৪) কুম্ভকর্ণ তরুনীর হঠাৎ করেই অনিদ্রা রোগে আক্রান্ত হওয়া (৫) সাধারণ কথার মাঝে অসভ্য, দুষ্ট, জংলী অভ্যাসগুলো মুদ্রাদোষের মতো ব্যবহার করা (৬) অভ্যাস পরিবর্তন। এতদিন পড়ার রুমের দরজা খোলা রেখে পড়াশোনা করলেও হঠাৎ করেই রুমের দরজা বন্ধ রাখা (৭) বাইরে থেকে বাড়ি ফেরার সময় প্রায়ই হাতে ফুল থাকা (৮) ঘরে ফোন বাজলে রিং হওয়া মাত্র দৌড় দেওয়া (৯) বারান্দায় ঘন ঘন যাতায়ত করা। ছেলেদের বেলায়- (১) আমি তুমি জাতীয় বিশাল বিশাল কবিতা রচনা করা (২) কোন নির্দিষ্ট বাড়ির সামনে আট/দশবার চক্কর দেওয়া (৩) হঠাৎ করেই উদাস ও অমনযোগী হয়ে যাওয়া (৪) মেজাজ অতিরিক্ত তিরিক্ষি হয়ে পড়া, অহেতুক মা-বাবা, ভাই-বোনের সঙ্গে রাগারাগি করা (৫) বাবা অথবা বড় ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করা (৬) পোশাকে ব্যপক পরিবর্তন হওয়া (৭) তিলকে তাল বানিয়ে বথা বলার অভ্যাস হওয়া (৮) নির্দিষ্ট সময়েরও অনেক পরে বাড়িতে ফেরা (৯) হঠাৎ করেই দেবদাস টাইপ হয়ে যাওয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.