আমাদের কথা খুঁজে নিন

   

রাজীব হত্যার বিচারের কি হচ্ছে???????

২দিন হয়ে গেল পুরো দেশ তোলপাড় রাজীব হত্যকান্ড নিয়ে। দেশে যখন প্রবল গণ-জাগরণ তখন রাজীব হত্যার বিষয়টি মুহুর্তেই সকল কে থমকে দিয়েছে। মিডিয়া এবং সরকার একবাক্যে বলছে এর সাথে জামাত-শিবির জড়িত। প্রধানমন্ত্রী সরাসরি দায়ী করলেন জামাত-শিবির কে। কিন্তু রাজীব হত্যাকান্ড নিয়ে আজকের প্রথম আলো'র রিপোর্টের রিপোর্টের এক যায়গায় বলা হয়েছে, দৈনিক প্রথম আলো রিপোর্টে উল্লেখ করেছে: মনে হচ্ছে, রাজীবের আদর্শগত অবস্থান ও লেখালেখির কারণেই তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

তবে হত্যাকারী কে বা কারা এ বিষয়ে এখনো পুরোপুরি অন্ধকারে পুলিশ। পুলিশ রাজীবের ফোনসহ অন্যান্য মাধ্যমে যোগাযোগ, তাঁর চলাফেরা ইত্যাদি খতিয়ে দেখছে। হত্যাকাণ্ডের পরে অন্যদের প্রতিক্রিয়াও আমলে নেওয়া হচ্ছে। গতকাল বিকেলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ব্লগে রাজীবের লেখালেখি নিয়ে তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডটি এসবের কারণে হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও কিছু বিষয়ে নজর দেওয়া হচ্ছে। রাজীবের স্ত্রীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনো এ ঘটনায় কেউ গ্রেপ্তার হননি। শনিবার রাতে মামলার তদন্তভার পেয়েছে ডিবি। তাহলে কোনদিকে যাচ্ছে বিষয়টি?? সাগর-রুনি হত্যার মত দীর্ঘসুত্রিতা বা আবার ফাইল চাপা? গণ-জাগরণ মঞ্চে লাকী আক্তার লাঞ্চিত হয়েছেন।

তার মাথায় আঘাত করা হয়েছে, তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন- কই এখনো কি বের করা গেছে কে তাকে আঘাত করেছিল?? আমরা কিন্তু অনেক আশায় বুক বেধে শাহবাগ স্বপ্ন দেখছি, এগুলো মনের গহীন কোণে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষত তৈরী করছে, প্রশ্ন জাগাচ্ছে মনে????? বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম কি এসব জানতে চাইবে না??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.