আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার রাজীব খুন কি?!!:- ব্লগার রাজীব নাস্তিক!!! .......

জনতার সংগ্রাম চলবেই কথায় আছে, স্বভাব যায় না মলে; আর ইল্লত যায় না ধুলে। প্রবাদটা যে শুধুমাএ বাঙ্গালীদের জন্যই আবারো প্রমানিত হচ্ছে…। আচ্ছা কোন প্রসঙ্গটা বেশি গুরুত্বপুর্ণ? রাজীব খুন হয়েছে নাকি রাজীব নাস্তিক ছিল? যার নূন্যতম কমনসেন্স আছে সেও বলবে “খুন”। .রাজীব নাস্তিক হোক আর আস্তিক হোক, এটা নিতান্তই তার ব্যাক্তিগত ব্যাপার। সে নিজে নাস্তিক হয়েছে ঠিক কিন্তু আর কাওকে তো নাস্তিক হতে বলেনি।

একটা মানুষের চরি্ত্রের দুটি দিক থাকে। একটা তার একান্ত ব্যাক্তিগত আর অন্যটা যেটা সে সবার সামনে প্রকাশ করে। ব্যাক্তিগত গত ভাবে সে যা ইচ্ছা তা হতে পারে তাতে নাক গলানো ঠিক না। কিন্তু সবাই এই কাজটাই করছে। খুনের ব্যপারটাকে ছাপিয়ে নাস্তিকতাকেই টেনে আতলামি করছে।

নাস্তিক হলে কি দেশকে ভালোবাসা যায়না? নাস্তিক হওয়ার আগে সে তো বাঙ্গালী। আসলে এগুলো হচ্ছে বাঙ্গালীর দোষের ভুত। বহু আগেই রবি ঠাকুর আঙ্গুল দিয়ে বাঙ্গালীর চরি্ত্রের দোষগুলো দেখিয়ে গেছেন- “ আমরা আরম্ভ করি শেষ করি না। আড়ম্বর করি কাজ করি না। যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না।

ভুরি পরিমান বাক্য উচ্চারন করিতে পারি কিন্তু তিল পরিমান আত্মত্যাগ করিতে পারিনা। আমরা অহঙ্কার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করিনা। আমরা সকল কাজের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি। পরের অনুকরনে আমাদের গর্ব। পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চোক্ষে ধুলি নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স এবং নিজের বাক চাতুর্যে নিজের প্রতি ভক্তি বিহ্বল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য।

” সবাই খলি কোথায় কার খুত আছে তা খুজে বেড়ায়। যেন নিজে ধোয়া তুলসী পাতা। এই দোষ চাপানোর ভুতটা বাঙ্গালীর আর যাবে না। যাইহোক, নাস্তিকতা নামক “গু” ঘেটে খাটাসের পরিচয় না দেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। রাজীব খুন হয়েছে, খুনের বিচার চাই ব্যাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.