আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে ভবনধসের ঘটনায় স্পেনের নাগরিকও আসামি

সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ছয়জনের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তাতে স্পেনের এক নাগরিককেও আসামি করা হয়েছে। রানা প্লাজা ধসের পর ২৪ এপ্রিল সাভার থানা পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।
মামলার আসামিরা হলেন যুবলীগের নেতা সোহেল রানা, তাঁর বাবা আবদুল খালেক, নিউওয়েব বাটন ও নিউওয়েব পোশাক কারখানার মালিক আমিনুল ইসলাম, ফ্যান্টম টেক লিমিটেড ও ফ্যান্টম অ্যাপারেলসের মালিক আনিসুজ্জামান, ইথারটেক্স ও নিউওয়েব স্টাইলের মালিক বজলুস সামাদ এবং ফ্যান্টম টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্পেনের নাগরিক ডেভিড মেয়র রেকো। আসামিদের মধ্যে আমিনুল ইসলাম, বজলুস সামাদ ও সোহেল রানাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ফ্যান্টম টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্পেনের নাগরিক ডেভিড মেয়র রেকোর ব্যাপারে জানতে চাইলে পুলিশের কর্মকর্তারা বলেন, স্পেনের নাগরিক ডেভিড মেয়র রেকো প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

কারখানাটি বাংলাদেশ-স্পেন যৌথ বিনিয়োগে পরিচালিত। ২০০৯ সালে রেকো এতে বিনিয়োগ করেন। প্রতিষ্ঠানটির কাগজপত্রে এ তথ্য পাওয়া গেছে। তবে রেকোর অবস্থান সম্পর্কে পুলিশ কিছুই জানেন না।
রেকোসহ অন্য আসামিদের বিরুদ্ধে থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, ভবনে ফাটল থাকার ব্যাপারে তথ্য থাকার পরও মালিক ও তাঁদের কর্মচারীরা শ্রমিকদের কারখানার ভেতরে ঢুকতে বাধ্য করেন।

এরপর ভবন ধসে হতাহত হয়। ত্রুটিপূর্ণ ভবন নির্মাণ এবং শিল্পকারখানার মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ধসের কারণে ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এই মামলার আসামিদের বিরুদ্ধে সাধারণভাবে আঘাত করা, গুরুতর আঘাত করে রক্তাক্ত জখম করা এবং অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।