আমাদের কথা খুঁজে নিন

   

লিফট বিড়ম্বনা : শ্বাসরুদ্ধকর ১৫ মিনিট !!!

সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি
আজ জীবনে প্রথমবার এই সমস্যার মুখোমুখি হলাম। সবার দোয়া না থাকলে হয়ত আজ এই পোষ্ট দেবার সুযোগ পেতাম না। আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করে ভালভাবে এখন পর্যন্ত রেখেছেন। এত্ত পেচাল না কইরা এবার আসল ঘটনা বলি : প্রতিদিনের মত আজ সকালে ঘুম থেকে উঠে গোসল + নাস্তা সেরে অফিসের উদ্দেশ্যে রওয়ানা হলাম। রুম থেকে বেরিয়ে দেখি আমাদের বাসার লিফট ৬ তলাতেই আছে(অর্থ্যাৎ আমি ঐ তলাতেই থাকি), তো লিফট-এ ঢুকে গ্রাউন্ড ফ্লোরের বাটন চাপ দিলাম।

মাত্র ৫ সেকেন্ড যেতে না যেতেই লিফট বিকট শব্দ করে ভিতরের দুটি স্টিলের দরজা ভেঙে ভিতরের দিকে আসতে শুরু করল। লিফট এম্নি বিদ্যুৎ চলে গেলে আটকালে কোন সমস্যা হয় না কারণ ভিতর থেকে কল করলে নিচ থেকে দারোয়ান এসে চাবি দিয়ে খুলে দিয়ে যায়। কিন্তু আজ এই অবস্থায় আমি এর আগে কোন দিনই পড়ি নি। লিফটে আমি একাই কাজেই নিজের ভিতর থেকে কিছুটা ভয় ভয় লাগছিল। ঠিক তখনই হঠাৎ করে দুইটা বিয়ারিং ছিটকে আমার পায়ের কাছে এসে পড়ল।

তার মানে উপরের যে কোন একটা লিফটের তার (প্রধান ৪টা তারের ১ট) ছিড়ে গেছে !!! হায় আল্লাহ এখন কি হবে। আমি দ্রুত লিফটের কলিং বাটন চেপে দারোয়ানকে ডাকতে চেষ্টা করলাম কিন্তু বিধি বাম ওটা কাজ করছিল না। কি আর করা। এভাবে প্রায় ৫ মিনিট গেল এরপর দেখি হঠাৎ আবার লিফট আরো জোরে শব্দ করে নড়েচড়ে উঠল এবং দরজার ভিতরের পার্ট আমার দিকে আসতে শুরু করল। একেবারে আমার কাছাকাছি এসে যাওয়াতে আমি নিজেকে রক্ষা করার জন্য দরজাটা বাইরের দিকে চেপে ধরলাম।

এমন সময় মনে হল বাইরে অনেক লোক এর আওয়াজ। (পরে জেনেছি ঐ বিকট শব্দেই নাকি বুঝতে পেরেছিল)। এরপর বাড়ীওয়ালা , দারোয়ান এবং অন্যান্য ভাড়াটিয়ারা আসল আমাকে উদ্ধারের জন্য। কিন্তু লিফটের চাবিতে লিফটের দরজা খুলছে না। কারণ ভিতরের অংশের দরজা বেকে লিফটের মেঝেতে আটকে আছে।

এভাবে প্রায় দশ মিনিট চেষ্টা করে লিফট কয়েকজন মিলে টেনে এবং নামিয়ে ৫ তলার দরজার সামনে এনে দরজার এক পাল্লা টেনে ধরে কোন মতে বের হয়ে আসলাম। আহ্ কি শান্তি !!! কিন্তু বের হবার পর জানতে পারলাম যে এটাই নাকি এ বাসায় সবচেয়ে বড় লিফটের দূর্ঘটনা। এর পর কি আর কোথায় যাবার মুড থাকে ???? তাই আবার রুমে ফিরে আসলাম। মন থেকে কে যেন বলছিল বাইরে গেলে আরও বড় বিপদ হবে। যদিও আমি এসব কথা মানি না।

কিন্তু আজ মনে হল কেন জানি আমার বাইরে কোথাও যাওয়া ঠিক হবে না। তাই আজ আর অফিসে গেলাম না। এ্যাসোসিয়েটদের ফোন করে জানালাম, তারাও বলল বাসায় থাকতে। যাক এই চান্সে দিনের বেলায় সামুতে লগিন করার সুযোগ মিলল। অফিপিট: একটু আগে বাড়িওয়ালার সাথে আবার দেখা হতেই আমি বললাম ভাইয়া আল্লাহ বাঁচিয়েছেন না হলে কি যে হত।

বাড়িওয়ালার উত্তর : "তুমি আছ বাঁচার চিন্তা নিয়ে আর এদিকে ঐ লিফট ঠিক করতে এখন আমার লাগবে ২৫০০০ টাকা। " আমি মনে মনে বললাম: হায়রে মানুষ ..... যার কাছে যেটা বড়। ভাল থাকবেন আপনারা আর আমার জন্য দোয়া রাখবেন যাতে ভবিষ্যতে আর এরকম বিপদে পড়তে না হয়।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।