আমাদের কথা খুঁজে নিন

   

পাটুরিয়ায় পারাপার প্রায় বন্ধ

এই রুটে চলাচলকারী ১১টি ফেরির মধ্যে ছোট তিনটি ফেরি চালু থাকলেও সেগুলোর চলাচলে প্রায়ই বিঘ্ন হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নদী পার হতে না পারায় উভয় ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে শত শত বাসের যাত্রীরা। আটকে আছে শতাধিক মালবাহী যানবাহন।
বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল ৮টার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরি কেরামত আলী ডুবোচরে আটকা পড়লে ১০টা থেকে ফেরি পারাপার আবার বন্ধ করা হয়।


এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফেরি পারাপার বন্ধ করে রাত ১২টার দিকে আবারো চালু করে কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ঘাটের কর্মকর্তা জিল্লুর রহমান জানান, মাঝ নদীতে পলি জমে যাওয়ায় বড় ফেরিগুলো আর চলাচল করতে পারছে না। মাত্র তিনটি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
জিল্লুর বলেন, “সেগুলোও মাঝে মধ্যে আটকে পড়লে পারাপার সাময়িকভাবে বন্ধ করে দিতে হচ্ছে। ”
ফেরি বন্ধ থাকলেও পানির গভীরতা মেপে অনেক পথ ঘুরে লঞ্চ চলাচল করছে বলে জানান তিনি।


পার হতে না পারায় উভয় ঘাটে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ কয়েকশ যান আটকা পড়ে আছে বলে জানিয়ে ঘাটের কর্মকর্তারা।
নদী ভাঙ্গনে উজান থেকে নামা পলি জমে এই নৌ-চ্যানেলে নাব্য সঙ্কট সৃষ্টি করেছ। গত চার দিন ধরেই চ্যানেলটিতে খনন কাজ চলছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।