আমাদের কথা খুঁজে নিন

   

জীবণ অতঃপর স্বপ্ন

---স্বপ্ন ভঙ্গের কষ্ট, হূদয় ভরে থাক !!

জীবণ অতঃপর স্বপ্ন কি করে পার তুমি ! নিঝুম দ্বীপের বাসিন্দা হয়ে বাঁচতে যেখানে রাতের নিঃশ্চুপ চাঁদের বিলাস আঁধার চিবিয়ে খায় কাঁকড়া রাক্ষুসি নীল জল ফুলে উঠে নিরন্তর ___অথচ কত কাল ধরে তুমি সেখানের বাসিন্দা পাখির কূজন একটু আমোদে রাখে বইকি, কিন্তু আঁধার তারাও কিসে ? বেঁচে থাকার জন্য,স্বপ্ন ঘন্টা বাজায় উদাস মনে স্বপ্ন ডানা মেলে । ____________________

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।