আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবির খ ও ঘ ইউনিটের ৬টি বিষয়ের ভর্তি প্রক্রিয়া ফের হাইকোর্টে স্থগিত

নিজেকে হারায়ে খুজি। পাই না কভু

শর্ত কেন অবৈধ ও বেআইনী নয় -রুল ঢাবির খ ও ঘ ইউনিটের ৬টি বিষয়ের ভর্তি প্রক্রিয়া ফের হাইকোর্টে স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ' ও ‘ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ৬টি বিষয়ে মাদরাসার আলীম ও ইংরেজি মাধ্যমের ‘এ' লেভেল উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য আরোপিত শর্ত কেন অবৈধ ও বেআইনী হবে না জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে এই ৬টি বিষয়ের ক্ষেত্রে অতিরিক্ত শর্তের কার্যকারিতা চার মাস স্থগিত করা হয়েছে। এর ফলে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ঘ' ইউনিটের লিখিত পরীক্ষা শেষে ৬টি বিষয়ে বণ্টন স্থগিত থাকবে। ‘ঘ' ইউনিটের আসন বণ্টন ও হাইকোর্টের এর আগে দেয়া আদেশের প্রেক্ষিতে স্থগিত রয়েছে।

জনস্বার্থে আলীম উত্তীর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ৮ হাজার ছাত্রছাত্রীর পক্ষে মাসুদ হাসান ও মাসুম বিল্লাহসহ ৬ জনের রিট আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার এই আদেশ দেয়া হয়। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। গত ১০ নবেম্বর হাইকোর্টের একই বেঞ্চ পৃথক আরেকটি রিট আবেদনের প্রেক্ষিতে একই আদেশ দিয়েছিল। রিট আবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রারসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে তাদের হাইকোর্টের জারি করা রুলের জবাব দিতে হবে।

রিট আবেদনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত ৬ সেপ্টেম্বরের আরোপিত শর্ত বৈষম্যমূলক। এই শর্তের কারণে মাদরাসা ও ‘এ' লেভেল উত্তীর্ণ ছাত্রছাত্রীর ৬টি বিষয়ে ভর্তি হতে পারবে না। তাদের বঞ্চিত করার উদ্দেশ্যেই শর্ত আরোপ করেছে কর্তৃপক্ষ। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী মাদরাসা ও ‘এ' লেভেল উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ‘খ' ও ‘ঘ' ইউনিটের ৬টি বিষয়ে ভর্তির ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে ৪শ' নম্বরের শর্ত দেয়া হয়। অথচ আলিম উত্তীর্ণদের পাঠ্যসূচি অনুযায়ী বাংলা ও ইংরেজিতে রয়েছে দুশ' নম্বর।

শর্ত অনুযায়ী মাদরাসার আলিম এবং এ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরা যে ৬টি বিষয়ে ভর্তি হতে পারবে না তা হলো- ইংরেজি, অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ ও ভাষা বিজ্ঞান। রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার বেলায়েত হোসেন। ঢাবির পক্ষে শুনানিতে ছিলেন ড. শাহদীন মালিক।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.