আমাদের কথা খুঁজে নিন

   

প্রথমবার যখন মোবাইল ভাইরাসের খপ্পরে!!



সিমবিয়ান তথা স্মার্ট ফোন ব্যবহার করে আসছি বেশ আগে থেকেই, 04এর শেষ দিক থেকেই.... সেসময়টায় জানতাম ও না ভাইরাস আঘাত হানা শুরু করেছে মোবাইলে, অবশ্য ওসময়টায় মোবাইলে ভাইরাসের সংখ্যাও ছিল অনেক কম, আর আমাদের দেশে তো আরো কম!! কিন্তু স্মার্ট ফোনের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে বেড়ছে ভাইরাসের সংখ্যা। যাই হোক, ভাইরাস নিয়ে পিসিতে একাধিক বার ঝামেলায় পড়লেও মোবাইলে ব্যপারটা ছিল কখনো কোনো ফোরামে শোনা বা কোনো বন্ধুর কাছ থেকে শোনা পর্যন্তই। আর, যেহেতু মোবাইলের ভাইরাস যেন না ধরে সেজন্য সব সময়ই কিছু সাবধানতা অবলম্বন করতাম, সেহেতু সিমবিয়ান শুরু থেকে এই পর্যন্ত মোবাইলে ভাইরাস আক্রমনের শিকার হইনাই। কিন্তু একটা সাধারন ভুলের জন্য শেষ রক্ষা আর হলো না, পরীবাগ থেকে ফিরছিলাম, সেখানে ছবি তুলে আরেক বন্ধুর মোবাইলে দিতে গিয়ে যে ব্লু টুথ চালু করেছিলাম, আর বন্ধ করা হয় নাই... পরীবাগ থেকে বেইলী রোড পার হওয়ার পর মনে পড়লো ব্লু টুথ চালু করা, ব্যস, তখনি বন্ধ করলাম। বাসায় ফিরে মোবাইলে একটা ফোন দিতে গিয়েই বুঝতে পারলাম ধরা খাইছি! একটা বাটনে প্রেস করার মিনিট 5 পর কাজ হয়, সাথে দেখি দুই তিনটা অপরিচিত প্রোগ্রাম মিনিমাইজ্ড ভাবে চলতেছে। কিছুই করা যায় না তখন মোবাইলটা দিয়ে! কি আর করা, এতো দিনের সব কালেক্ট করা এপ্লিকেশানের মায়া ছেড়ে সিস্টেপ রিস্টোর দিলাম, সাথে মেমোরি কার্ড ফরমেট! মোবাইল পরিনত হলো ঠিক কেনার সময়ের মতো, যাই হোক, অল্পের উপর দিয়ে ঝামেলা গেছে তাই বা কম কি!!! আপাতত কাজের কিছু এপ্লিকেশান নামিয়ে কাজ চালচ্ছি, ব্লগটাও ক্লাসের ব্রেকে মোবাইল দিয়েই লিখলাম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.