আমাদের কথা খুঁজে নিন

   

লাইফে প্রথমবার হাইজাকারের খপ্ফরে........

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... ঘটনার স্থান - উত্তরায় (বাংলাদেশ মেডিকেল থেকে একটু পশ্চিম এ লেকের পাড়ে ). সময় - বিকাল ৪' ২৬ মিনিট. আমি মাস্ কাট প্লাজার সামনে থেকে রিক্সা নিয়ে উত্তরা ১২ নং সেক্টর যাচ্ছি। হঠা{ করে দুইটা হোন্ডা এসে আমার রিক্সার গতি রোধ করল । প্রথমে ভাবলাম হয়ত রিক্সাওয়ালা সাইড দেয়নি বলে থামালো। আমি মোবাইলে কথা বলা বন্ধ করে মোবাইলটা পকেটে নিলাম। এর পর এর কথোপকথন নিম্নরুপ ' একটা ছেলে আমার সামনে এসে বলে : এই নাম।

ভাবলাম রিক্সাওয়ালা কে বলছে, জিজ্গাসা করলাম ভাই কোন সমস্যা হইছে? ছেলেটা বেলে তোরে নামতে বলছি, তুই নাম। কেন ভাই ? তুই নাম । আমি রিক্সা থেকে নামলাম। জিগ্গাসা করলাম আপনি কে ? বলে আমি বাবু । ঝি বাবু ভাই বলেন , কি বলবেন।

পোলাপাইনে কিছু খাওয়াদাওয়া করতে চাইছে, এখন তু্ই টাকা দিবি। আমি টাকা দিব কেন? পোলাপাইনে খাইতে চাইছে, আমার কাছে টাকা নাই। ও , আচ্ছা। খাইতে চাইছে ভাল কথা, আমার সাথে চলেন সামনেই আমার অফিস, একসাথে খাওয়া দাওয়া করা যাবে, গল্প ও করা যাবে। না , যাব না।

তুই টাকা দিবি কিনা বল ? এই কথা বলতে বলতে সে আমার কাধে হাতটা রাখল। বাবু ভাই , কাথা বলতেছেন ভাল কথা, খাওয়ার জন্য টাকা চাইছেন তাও ভাল কথা, হাতটা নামিয়ে কথা বল্লে ভাল। সে হাতটা নমিয়ে নিল। বাবু ভাই, চলোন রাস্তার অপজিটে একটা ফাস্টফুডের দোকান আছে, আমার গিয়ে ওখানে খাই। ওরা তো আমার কাছে টাকা নিব না।

আপনার কাছে নিবে না, আমার কাছে তো নিবে। আমি আপনাদের খাওয়াব। এর সাথে এত কথা কি বলেন , মাদার চোদ টাকা দিব কি দিব না , হ আর না জিগ্গান। না দিলে গাঁই একটা দিয়া দি। বাবু ভাই আবার ও আমার কাধে হাত রাখেলেন।

আমি আবার ও হাত নামাতে বল্লাম। উনি হাত নামিয়ে বল্লেন তুই টাকা দিবি না? বাবু ভাই তাহলে চলেন সামনেই কেএফসি আছে, ওখানে যাই। না , ওখানে ও যাব না। পোলাপাইন গাজা খাইতে চাই। ও , আচ্ছা।

শালারপুত টাকা দিবি কি না বল, এই বলে সে আমার কাধে সজরে হাত টা রাখল, তাকে খুবই উত্তেজিত মনে হল। বাবু ভাই তার হাত টা নমিয়ে দিলেন । ততক্ষনে আমার কাঁধে তার নখের আঁচড় বসে গেল। একজন বলে ওঠে ঐ বেটা তুই টাকা দিলি না, তুই বাবু ভাইয়ের টাগেটে পড়ে গেছস। তোর খবর আছে।

আমি বাবু ভায়ের কাঁধে হাত রেখে বল্লাম, ভাই আমার কাছে এখন যে পরিমান টাকা আছে তা যদি আপনাকে দেই, তাহলে আমার মনে হয় আপনাকে অপমান করা হবে। তোর কাছে কত টাকা আছে? এই ধরেন ৪০০-৫০০ টাকা হবে। ঐ বেটা তুই কি ফকিরন্নি নাকি ? ভাই খানকির পোলারে একটা গাঁই দিয়া যায় গা। পাশ থেকে অন্য একজন গালিগালজ শুরু করল। তাকে লক্ষ্যকরে বল্লাম , ভাই বাবু ভায়ের সাথে কথা বলছি, গালিগালাজ করবেন না।

তোর কাছে আর টাকা নাই। এই বলে সে আমার পকেটে হাত দিতে চাইল। আমি হাতটা বের করে ফেল্লাম। যা, তুই যা। রিক্সায় উঠ।

তোর খবর আছে। তুই বাবু ভাইরে টাকা দিলি না । আমি রিক্সায় উঠলাম, ওরাও বাইক নিয়ে চলে গেল। তারা সংখ্যায় ছিল ৬ জন। " নোখের আচড়টা এখন ও ব্যাথা করতেছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.