আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল বাংলাদেশঃ প্রেক্ষিত আগামী রমজান মাসের সময়সূচী



আমি ভেবে পাচ্ছি না আমরা কোন দেশে বাস করছি। সরকার ডে লাইট সেভিং টাইমিং করেছিল-এতে মানুষ কোন আপত্তি করেনি। আমি নিজেও ব্যপারটাকে পজিটিভলি নিয়েছিলাম। কিন্তু আজীবনের জন্য এ টাইম বহাল রাখার যে গোয়ার সিদ্ধান্তটা দিনে দিনে পাকা হয়ে যাচ্ছে এতে রীতিমত থমকে যেতে হয়। বাংলাদেশ গ্রীনিচ(লন্ডন) থেকে যেহেতু ৯০ ডিগ্রি (কৌনিক দূরত্ব) দূরে তাই সময়ের প্রার্থক্য ধরা হয় ছয় ঘন্টা।

৩৬০ ডিগ্রি ঘুরতে যেহেতু পৃথিবীর ২৪ ঘন্টা সময় লাগে, তাই প্রতি ডিগ্রি প্রার্থক্য মানে চার মিনিট প্রার্থক্য। কুমিল্লা শহরের কথা যদি বলি, তাহলে বলতে হবে কুমিল্লা শহর ঢাকা থেকে এক ডিগ্রি এগিয়ে আর তাই কুমিল্লায় ইফতার করা হয় চার মিনিট আগে। এখন প্রশ্ন হল- আগামী বছর কুমিল্লায় ইফতারের টাই্মিং কি হবে? ঢাকার ইফতারের সময় থেকে চার মিনিট আগে না অন্য কিছু? অন্য কিছু-ই তো হওয়া উচিত। কেননা এখন আমরা আছি গ্রিনিচ থেকে সাত ঘন্টা এগিয়ে-তার মানে সাত ঘন্টা সমান ৯০ ডিগ্রি। প্রতি ডিগ্রি সমান চার দশমিক ছয় সাত(৪,৬৭) মিনিট সময় প্রায়।

তাহলে এবার কুমিল্লার মানুষ ইফতার করবে চার দশমিক ছয় সাত মিনিট আগে। খুব অংক কষতে হবে বিভিন্ন জেলায় তখন ইফতারের টাইম বের করার জন্যে। খারাপ না- ইসলামিক ফাউন্ডেশনে একটা নতুন ডিপার্টমেন্ট খোলা যাবে যারা শুধুমাত্র প্রতি বছর ইফতারের টাইম টেবিল বানাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.