আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজি শেখার ও শেখানোর গ্রুপ খুলতে চাচ্ছি আমরা...

তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে...

ইংরেজি শেখা ও শেখানোর উদ্যোগ নিয়ে নতুন একটা গ্রুপ খোলার পরিকল্পনা করেছি আমি। এই পরিকল্পনাটা সামনে রেখে গতকাল দুইটা পোষ্ট লেখেছিলাম। তাতে এখন পর্যন্ত আমার সাথে থাকার কথা জানিয়েছেন বিশজন। সকালের পোষ্টে- ১.ম্যাকানিক, ২.সাঈফ শেরিফ, ৩.মো: মোফাচ্ছির হোসেন, ৪.রাজ মো, আশরাফুল হক বারামদী, ৫.এমএ হোসেন, ৬.মহিসন খান, ৭.নতুন, ৮.লাইলী আরজুমান খানম লায়লা, ৯...::লিখন আহমেদ::.., ১০.নরাধম, ১১.মইনুল িমঠু এবং ১২.রূম্মান। বিকেলের পোষ্টে ১৩.মিসকল, ১৪.অক্টোপাস, ৫.আবুল বাসার, ১৬.মামদোভুত, ১৭.রঙধনু, ১৮.ভেবে ভেবে বলি, ১৯.নিরব হাসি এবং ২০.আবদুল্লাহ আল মনসুর... তো এ ব্যাপারে আপনি কী বলেন? আমি চাচ্ছি- এই গ্রুপের শুরুটাই হবে অন্তত একশ’ জন সদস্য নিয়ে। গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য হলো- নিজেদের ইংরেজি জ্ঞান বাড়ানো এবং জানা বিষয়টা আরেকজনকে জানানোর মাধ্যমে শিখানো। অর্থাৎ- ইংরেজি শেখা ও শেখানো... এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটা আমাকে জানান প্লিজ। হতে পারে- আপনার সুচিন্তিত মতামতটাই আমাদের শেখার আগ্রহকে আরো বাড়িয়ে দিবে, এবং দেখাবে সঠিক পথ। তো দেরি না করে এক্ষুণি আপনার মতামতটা আমাকে জানিয়ে যান...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.