আমাদের কথা খুঁজে নিন

   

লুকিয়ে রাখি নিজের ধর্মটাকে,যেমন ধর্মই হোক তা: আস্তিক বা নাস্তিকের ধর্ম

আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন।। আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://gmshovo.info থেকে ধর্ম: প্রাণের সাথে জড়িয়ে থাকা ব্যাপারটিকে জড়ানো হচ্ছে সবক্ষেত্রে. কোথায় না ব্যবহার করা হচ্ছে ধর্মকে? কমুনিস্ট মানবসেবীরা(!) মানবসেবা অথবা মানুষের অধিকার নিয়ে বেজায় চিন্তিত,আমার থেকে অনেক বেশী চিন্তিত কিন্তু এজন্য ধর্ম নিয়ে এত বাড়াবাড়ির কি আছে? আবার শাহবাগে চলছে রাজাকার নিধনের আন্দোলন কিন্তু এখানে ধর্ম কে নিয়ে তর্কাতর্কির কি আছে? রাজাকার রাজাকারী করেছে বিচার হবে ব্যাস। থাবা ভাবেকে মারা হল ধর্মের দোহাই দিয়ে, কিন্তু যে আল্লাহকে অবিশ্বাস করেছে সে আল্লাহ তো ঠিকই তাকে এতদিন বাঁচিয়ে রেখেছে, এখন শাহবাগে যাওয়ার কারণে কি তার মৃত্যু ফরজ হয়ে গিয়েছিল নাকি? সারমর্ম: রাজনীতির নোংরা খেলা, কমুনিস্টদের মানবসেবা অথবা প্রাণের শাহবাগ এর আন্দোলন সবখানেই ধর্মকে নিয়ে খুব বেশী কথা হচ্ছে। অথচ এগুলো করার জন্য ধর্মকে জড়ানো টা মোটেই উচিত হবে না, কারণ ধর্ম যেমন হোক এটা আমাদের প্রাণের একটা জায়গা জুড়ে আছে। আসলে কেও ই ধর্মহীন নয়, নাস্তিকের ও একটা ধর্ম আছে তবে তা ঈশ্বর কে বাদ দিয়ে আসুন নিজের ধর্মটাকে লুকিয়ে রাখি, যেমন ধর্মই হোক না কেন... কারণ একটা কথা আছে: বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর এখানে আমাদের আন্দোলন হচ্ছে বস্তুটি আর ধর্ম হচ্ছে তর্কে বহুদূর নিয়ে যাওয়া

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।