আমাদের কথা খুঁজে নিন

   

শুদ্ধ বাংলা চর্চা

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

আমি শুদ্ধ বাংলা পছন্দ করি ও শুদ্ধ ভাবে লিখতে চেষ্টা করি। বললাম এ কারণে যে, আমরা অনেকেই এ বিষয়টার উপর যথাযথ গুরুত্ব দিই না; অনেক সময় কৌতুক করেও অশুদ্ধ ও অপ্রচলিত ভাষায় লেখালেখি করে থাকি, বিশেষ করে ব্লগে।

মানি, ব্লগ হলো একেকজনের ব্যক্তিগত খেরোখাতা, যা খুশি তাই লেখা যায় এখানে, কিন্তু তা পোস্ট আকারে ছাড়া হয়ে গেলে পাঠকের গোচরীভূত হয়। আর তা প্রমিত ও শুদ্ধ ভাষায় লিখিত না হলে বেশির ভাগ পাঠকের কাছে বোধগম্য হবে না হয়তো; ফলে তা সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জনে ব্যর্থ হতে পারে। শুদ্ধ বানানে লেখাটাও আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, এবং যথাসাধ্য চেষ্টা করি যাতে আমার পোস্টে ভুল বানানে লেখা শব্দের সংখ্যা কম থাকে। এ জন্য হাতের কাছে সর্বদা 'বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান' রাখি, আর নিয়মিত 'বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম' মনে রাখার চর্চা করি। আমি ব্লগে আরেকটা কাজ করি- কোনো পোস্টে ঢুকে কথ্য ও অশুদ্ধ ভাষায় লেখা দেখলে না পড়েই ঐ পোস্ট ছেড়ে বেরিয়ে আসি (দু-একটি ব্যতিক্রম ছাড়া)।

আমার মনে হয়, এটা কোনো অন্যায় করছি না, বরং শুদ্ধ বাংলাচর্চার স্বার্থে এটাই একটা উত্তম আচরণ হতে পারে। আসুন, আমরা সবাই শুদ্ধ বাংলা চর্চা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।