আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজি শেখার ও শেখানোর গ্রুপ খুলতে চাই, আপনি কী বলেন...

তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে...

বিবিসি'র সাইট বিবিসিজানালা দেখে আমারও মন চাইলো- ইংরেজি শেখার জন্য কিছু একটা করি। আর এজন্য আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে- নতুন একটা গ্রুপ তৈরী করা। যেখানে আমরা সকল ব্লগাররা থাকবো। আমরা আমাদের ইংরেজি জ্ঞানের মাধ্যমে একজন অপরজনকে সহায়তা করবো। যারা কম পারি, তারা শিখবো যারা বেশি পারে, তাদের কাছ থেকে।

আর যারা বেশি পারেন, তারা শেখাবেন, যারা পারেন না তাদেরকে... গ্রুপটার বৈশিষ্ট হতে পারে- : সব লেখার শিরোনাম হবে ইংরেজিতে। : ইংরেজির সকল সমস্যার সমাধান সেখানে পাওয়া যাবে। : যে কেউ সদস্যপদ পাবে... : প্রতিমাসে একবার বা দুই মাসে একবার ইংরেজি রচনা প্রতিযোগিতা হবে নির্দিষ্ট বিষয়ে। এবং সেরা তিন লেখক দেয়া হবে পুরস্কার। (প্রয়োজনে আমি নিজের পকেট থেকে দিব) আরো কি কি থাকতে পারে? কীভাবে খুলতে হয়? আমাকে জানিয়ে যান প্লিজ... আপনার একটি সুচিন্তিত মন্তব্যের আশায় রইলাম।

হতে পারে আপনার একটা মন্তব্যই আমাদের ইংরেজি শেখার এই উদ্যোগটাকে এগিয়ে নিবে অনেক দূর...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.