আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রভাষা বাংলা, উচ্চ আদালত চলে ইংলিশে!!!

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
বাংলাদেশে এখনও উচ্চ আদালতে শতকরা ৯৯% এর উপরে রায় হয় ইংলিশে এমনকি শুনানী পয`ন্ত। বাংলাদেশ সংবিধান বা বাংলাদেশে এখনও পয`ন্ত বাংলায় রায়ে কোন আইন গত বাধা নেই। এমনকি কোটে` দেশের অনেক ইংরেজী না জানা মানুষ হা করে কোটে` দাড়িয়ে থাকে, এদিকে আরজী থেকে ধরে শুননী সবই চলছে ইংলিশে। এবং নিম্ন আদালতের সকল রায় বাংলার হলেও উচ্চ আদালতে ইংলিশ থাকতে হবে এর কোন মানে আছে কিনা জানা নেই। পৃথিবীর অনেক দেশেই তার নিজস্ব ভাষায় কোট` চলে তাহলে বাংলাদেশে বাংলায় সব কায`ক্রম চলতে বাধা কেন?
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.