আমাদের কথা খুঁজে নিন

   

মাউসের বিকল্প হিসেবে ব্যবহার করুন কী-বোর্ড



গতকাল আবিস্কার করলাম আমার মাউস কাজ করছে না। পুরা ডেড। কিন্তু তাই বলে কী আমি পিসি অপারেট করবোনা? পুরানো একটা ট্রিকস ব্যবহার করে কী-বোর্ডকেই মাউসের বিকল্প হিসেবে ব্যবহার করতে শুরু করলাম। আমি জানি অনেকেই ট্রিকসটির সাথে পরিচিত আছেন। যারা জানেন না তারা শিখে নিতে পারেন।

আমার মতো আপনাদেরও ভবিষ্যতে কাজে দিবে। প্রথমে কী-বোর্ডের windows key প্রেস করে Control Panel>> Accessibility Options এ যান। লেফট এ্যারো কী প্রেস করে Mouse Tab আসুন। এবার Tab Key প্রেস করুন দেখবেন Use MouseKeys এর চারপাশে ডট লাইন এসেছে। এখন টিকচিহ্ন দিতে spacebar প্রেস করুন।

ব্যস সব কাজ শেষ। LeftCtrl + LeftAlt +NumLock কী তিনটি একসাথে প্রেস করলে টাস্কবারের ডানদিকে মাউস পয়েন্টার দেখতে পাবেন। চিহ্নটি আসার পর NumLock কী ৮,৪,৬,২ কীগুলো প্রেস করে মাউস পয়েন্টারটি যেকোন দিকেই সরানো যায় আর ৫কী প্রেস করুন সিলেকশনের কাজে। অনেকসময় দেখা যায় মাউস ঠিক আছে কিন্তু আপনার কী-বোর্ড কাজ করছে না। সেক্ষেত্রে কম্পিউটারে থাকা On screen Keyboard থেকে মাউস দিয়ে কী-বোর্ডের কাজ করতে পারেন।

এটি পেতে হলে Start>> All programs>> Accessories>> Accessibility থেকে On screen Keyboard সিলেক্ট করুন এবং স্ক্রীনে আসা মাউস দিয়ে কী-বোর্ডের কাজ করুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.