আমাদের কথা খুঁজে নিন

   

অবস্থাটা আতঙ্কজনক অথবা কখনো কখনো বিব্রতকর

আবজাব বিষয়বস্তুর ব্লগ এটি। ভালো কিছু খুঁজে সময় নষ্ট করবেন না।
ঘটনা-১ কয়েক মাস আগে। মগবাজার সেঞ্চুরী আর্কেডের সামনে দিয়ে যাচ্ছিলাম। সাধারণত চলাচলের সময় আশে পাশে তাকাই না।

তাই প্রথমে লক্ষ্য করিনি। হঠাৎই সামনে এসে পড়ল কয়েকজন মহিলা। তাদের সবার হাতে একটা করে বাক্স। প্রথমে বুঝতে পারিনি কিসের বাক্স। পরে বাক্সের ছিদ্র দিয়ে লক্ষ্য করলাম- ভেতরে সাপ।

আতঙ্কে কিছুটা পিছনে হটলাম। বাক্সটা সামনের দিকে ধরে হাত বাড়িয়ে কি যেন চাচ্ছে। প্রথমে বুঝতে পারিনি। পরে বুঝতে পেরে তড়িঘড়ি করে পকেট থেকে দশ টাকার একটা নোট বের করে হাত বাড়িয়ে দিয়ে সরে আসার চেষ্টা করলাম। কিন্তু তারা নাছোর বান্দা।

দশ টাকায় চলবে না। আরো চায়। কোনো রকমের সে যাত্রাই রক্ষা পেলাম। ঘটনা-২ ফকিরাপুর। ফুটপাত দিয়ে হাঁটছিলাম।

লক্ষ্য করলাম- আমার সামনের দিক থেকে আসছে কিছু বেদেনী। পূর্বের অভিজ্ঞতায় অভিজ্ঞ। তাই ফুটপাত থেকে রাস্তায় নেমে পরার চেষ্টা করলাম। কিন্তু রক্ষা হলো না। তারা বেশ ক’জন।

আমার রাস্তা আটকে বসল। যতই পাশ কাটতে চেষ্টা করি, ততই আটকে ধরে। এবার সরাসরি গায়ে হাত দিয়ে বলে- আপনার না দিলে কে দেব? দেন না ক’টা টাকা। কি আর করার আবার কটা টাকায় এই বিব্রতকর অবস্থা থেকে রক্ষা করল। বুঝতে পারলাম- এটা টাকা আদায় করার নবপদ্ধতি, মানুষ বিব্রত বা আতঙ্কগ্রস্ত হয়ে টাকা না দিয়ে পারবে না।

কিন্তু এদের পুনর্বাসনের কি কোন ব্যবস্থা নেয়া হবে না? এভাবেই কি সাধারণ জনগণ তাদের হাতে জিম্মি হয়ে থাকবে?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।