আমাদের কথা খুঁজে নিন

   

সাজেশন চাই

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

মায়ের ছোট ছেলে সুমন। সারাজীবন বয়েজ স্কুল কলেজে পড়াশুনা, ভার্সিটিতে উঠে মনে একটু উড়ু উড়ু ভাব আসবে আর সে কবিতা লিখবে...... লিখবে প্রেমের উপন্যাস এমনটাই স্বপ্ন ছিল। কিন্তু তার কপাল খারাপ আজকাল কিছু ভার্সিটি আবার শুধুমাত্র ছেলেদের জন্যও আছে বা অনেকের আবার ছেলে মেয়ে ক্যাম্পস আলাদা। সুমন খুবই লাজুক ছেলে, একবার তার এক মেয়ের সাথে কিছুদিন কথাবার্তা হয়েছিল, ওই মেয়েকে সুমনের অনেক ভাল লেগেছিল কিন্তু মুখ ফুটে বলা হয় নি। তার অভিজ্ঞতার অভাবে থেমে থেকেছে সুমনের উপন্যাস লেখা....... পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়ে বিপাশাকে যখন প্রপোজ করার বাজি ধরলো পাড়ার ছেলেরা তখনও ইমতিয়াজ বুঝতে পারে নি যে এটাই তার জন্য একটা ঝামেলা হবে পরে।

বিপাশাকে সে, আমি তোমাকে ভালবাসি বলে লাপাত্তা হয়ে গিয়েছিল পাছে বিপাশা ওকে তার ভাইয়ের হাতে চাবুকপেটা খাওয়ায়। কিন্তু বিপাশাই যখন তাকে খুজতে শুরু করলো তখন আর ইমতিয়াজের বুঝতে বাকি থাকে নি ওপাশ থেকে গ্রিন সিগন্যাল আসছে। ভালই চললো তাদের প্রথম কিছুদিন তারপর তারা আর কথা খুজে পেল না বলার মত। এরপর যা হবার তাই ২জনই নিজের আলাদা পথ নিজে বেছে নিল...... থার্ড ইয়ারে থাকতে রঞ্জনার পিছনে কয়েকদিন ঘুর ঘুর করে রঞ্জনার ভাইয়ের ধমকানি খেয়ে "রঞ্জনা আমি আর আসবো না" এই গান গেয়ে কয়েকদিন মদের বোতলে সফটড্রিংক ভরে মাতাল সাজার অভিনয় করে কাটিয়েছিলো মোর্শেদ। স্কুলজীবনে মায়ের ভয়ে আর পরবর্তীতে জীবনে পলিটিক্সে জড়িয়ে পড়া মাহমুদ কখনও ভাবে নি তার জীবনেও কিছু হতে পারে।

কিন্তু কর্মজীবনে ঢোকার পর শর্মীর সাথে তার সখ্যতা হয়েগিয়েছিল। মাহমুদের কাছে ২জনের বোঝাপড়াটাই বেশি টানতো। কিন্তু এক ঝড়ো হাওয়া রফিক এসে ছিনিয়ে নেয় শর্মীকে..... যখনই পরিচিত মহলের কোন ছেলের এ্যাফেয়ারের কথা কানে আসে তখনই হানিফের একটা কথাই মনে আসে, আরে আমি তখন কোথায় ছিলাম!! ওই মেয়ে কি আমারে দেখে নাই! দেখলে তো অমুকরে পছন্দ করার কথা না.... আসলে ওই মেয়ের চয়েস খারাপ.... এরকম অনেক ঘটনা ই আমাদের আশপাশে ঘটে থাকে। আমরা দেখেও দেখি না..... এরকম অনেকেই থাকে যারা কোন মেয়েকে দেখে গান গেয়ে থাকে, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী.....তুমি গলার মালা...... কিন্তু কেউ ই মরে না শেষ পর্যন্ত। ২/৩দিন আগে একটা বিয়ের খবর এসেছে, মেয়েটা আমাদের বন্ধু না তবে পরিচিত।

বন্ধুমহলে যে ছেলেটাই এই খবর শুনছে কান্নাকাটি শুরু করছে। একজন হসপিটালে তার হার্টে সমস্যা দেখা দিয়েছে। বাকি বন্ধুদের কিভাবে এই খবর দিবো? সাজেশন চাই

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।