আমাদের কথা খুঁজে নিন

   

সাজেশন কর্নার

ক্যারিয়ারের ক্ষেত্রে বেশিরভাগ শিক্ষার্থী ছুটছেন গ্লোবাল প্রফেশনাল ডিগ্রির পেছনে। কারণ এসব কোর্স সম্পন্ন করে খুব সহজেই স্মার্ট ক্যারিয়ার গড়া যায়। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য প্রফেশনাল আন্তর্জাতিক ডিগ্রি হচ্ছে এসিসিএ, সিএটি। এটি ব্রিটিশ সিএ ডিগ্রি এবং এর রয়েছে সারা বিশ্বে গ্রহণযোগ্যতা। এ দেশে হাতেগোনা কিছু প্রতিষ্ঠান এই আন্তর্জাতিক প্রফেশনাল ডিগ্রি পরিচালনা করছে, যা সম্পন্ন করে অ্যাকাউনটেন্টস গ্রফেশনাল হওয়া যায়।

চার্টার্ড অ্যাকাউনটেন্ট ডিগ্রির বিকল্প হিসেবে এটি সম্পন্ন করতে হয়। দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউনটেন্টস এবং সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান দুটিই প্রফেশনাল কোর্স। এসিসিএ-সিপিএ, সিএ, সিএমএ প্রভৃতির সমমানের। এটি জাতিসংঘ স্বীকৃত এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউনটেন্টসের মেম্বার। এটি আন্তর্জাতিক ডিগ্রি।

যে কারণে সারা বিশ্বেই শিক্ষার্থীর কর্মক্ষেত্র বিদ্যমান থাকে। এসিসিএ কোর্সটি সিএ, আইসিএমএ, সিআইএমএ, সিপিএ প্রভৃতির মতো সমমানের। সিএ

এবং এসিসিএ'র মধ্যে মূল পার্থক্য হলো সিএ স্থানীয় কারিকুলাম আর এসিসিএ এচ্ছে ব্রিটিশ কারিকুলাম। এসিসিএ একমাত্র কোর্স যা যে

কোনো পর্যায়ে ইংল্যান্ডসহ ১৭৩

দেশে ক্রেডিট ট্রান্সফার করা যায়। সবচেপয়ে বড় কথা এগিয়ে থাকা যায় ক্যারিয়ার দৌড়ে।

অন্যদিকে এসব কোর্স সম্পন্ন করে বহুজাতিক কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানে আকর্ষণীয় ও স্মার্ট ক্যারিয়ার গড়া যায়। ত্বরান্বিত হয় উজ্জ্বল ভবিষ্যত। এ বিষয়ে আরও জানতে #

চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ, রোড ১০/এ,ধানমন্ডি, ঢাকা।  www. cucedu.com   * ক্যারিয়ার ডেস্ক

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ৮১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।