আমাদের কথা খুঁজে নিন

   

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর খেলার সময়সূচী ঘোষিত হবে আজ



আজ ভারতের মুম্বাইতে বহুল আকাঙ্খিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর খেলার সময়সূচী ঘোষিত হবে। বিশ্বকাপ ২০১১ এর কেন্দ্রিয় আয়োজক কমিটির (Central Organizing Committee) নির্ধারিত সভা আজ মুম্বাইয়ের হোটেল তাজ ল্যান্ডস্ এন্ড-এ দুপুর তিন ঘটিকায় শুরু হবে। উক্ত সভার গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তুর মধ্যে রয়েছে ২০১১ বিশ্বকাপের বাজেট Finalization খেলার ফিকচার ঘোষণা এবং বিশ্বকাপের ম্যাচ টিকেট বিক্রির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ। উক্ত সভাটি সমাপ্তির পর একই হোটেলে সন্ধ্যা ছয় টায় এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপ ২০১১ এর খেলার সময়সূচী ঘোষণা করা হবে। আশা করা যাচ্ছে ২০১১ সালের ১৮ই ফেব্র“য়ারী ঢাকাস্থ বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চস্থ হবে। ঠিক তার পর দিন অর্থাৎ ১৯শে ফেব্র“য়ারী ২০১১ তারিখে মিরপুরস্থ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট ষ্টেডিয়ামে বিশ্বকাপ ২০১১ এর প্রথম ম্যাচ অনুষ্ঠানের মাধ্যমে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ এর যাত্রা শুরু হবে। সম্ভবত ১লা অথবা ২রা এপ্রিল ২০১১ তারিখে ভারতে বিশ্বকাপ ২০১১ এর ফাইনাল ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের পর্দা নামবে। উক্ত সভা ও অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জনাব আ হ ম মুস্তাফা কামাল, এমপি ইতিমধ্যেই মুম্বায়ের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.