আমাদের কথা খুঁজে নিন

   

ওইখানেতো আমারো ভাগ থাকার কথা ছিল!

বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............

ক্ষনে ক্ষনে বেড়ে ওঠা চাঁদের কনা কাঁদা মাটির যৌবনে বোনা কাঁশের ঝাঁক মেঘগুরগুর আসমানে প্রশান্তির ঢেকুর কৃশ আত্মার মাঝপথে বেরিকেট দেয়া বালা চোখ বন্ধ করে আতুর ঘরে জন্ম দেয় ভগবান! কাল যুবকের আখের রসের মিষ্টতা তলিত যুবতীর ছিড়ে ফেলা তন্ত্রক থামিয়ে দেয় তেজীয়সীর হাতিয়ার; কারবালার ময়দান; দিপাবলীর জ্বালানোর আগের সে ক্ষন ভূলে যায় নষ্টাজীত সব অতীত হাসিমুখে মেসে নেয় ন্যায় অন্যায়ের বিভেদহীন আবদার স্বযতনে বোনা ফসল কেটে নিয়ে যায় পেটমোটা মহাজন, লাঠিয়াল দুবলো হৃংকার দেয়, নিরবধী অকল্যানের অতঃপর হাসি ফোটে ভগবানের ঠোঁটে নবধারা মুচকি হাসে আবার কাশে ওইখানেতো আমারো ভাগ থাকার কথা ছিল! উৎসর্গঃ রুবিনা আফরোজ আফসোস, আমার বেশিরভাগ কবিতাই যাকে নিয়ে লেখা; কবি বা কবিতা তাকে আকর্ষন করেনা। তার আকর্ষনের বিষয় পাগল আর পাগলামী!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.