আমাদের কথা খুঁজে নিন

   

ভন্ডামিকে অভ্যাসে পরিনত করেছে প্রথম আলো।



আজ ৭ই নভেম্বর। এই দিন বিএনপি পালন করে জাতীয় সংহতি দিবস হিসেবে। আর আওয়ামিলিগ পালন করে হত্যা দিবস হিসেবে। যে যেভাবে দেখুক তাতে আমার কোন মাথা ব্যথা নেই। প্রথম আলো আজ ক্রোঢ় পত্র প্রকাশ করেছে।

এই ক্রোঢ়পত্রে আওয়ামিলিগের ১৯৭৫ সালের ভুমিকার সমালোচনা করা হয়েছে। আর জিয়াউর রহমানের তখনকার ভুমিকাকে মহিমান্বিত করা হয়েছে। এই ক্রোঢ়পত্র প্রকাসের বিনিময়ে প্রথোম আলো নিশ্চয় টাকা আয় করেছে। কিন্তু উপসম্পাদকিয়তে ক্রোঢ়পত্রের দাবিকে মিথ্যা প্রমান করার চেশ্টা করা হেয়েছে। এই কলামের শিরোনাম :আলো থেকে অন্ধকারে পতিত হবার কাহিনী।

প্রথম আলোর কোঢ়পত্রের অনুসারে ১৯৭৫ সালের ৭ই নবেম্বর একটি আলোকিত অধ্যায়। কলামের দাবি অনুযায়ি ৭ই নবেম্বর একটি কালো অধ্যায়। প্রথম শুধু ক্রোঢ়প বা এর বিরোধিতা করে কলাম প্রকশ করলে তা হত ভাল সাংবাদিতার উধাহারন। আর তা না করে উবয় পক্ষকে খুশি করতে গিয়ে চরম ভ্ন্ডামি আশ্রয় নিয়েছে। যা সত্যি নির্লজ্জতার প্রকাস ছাড়া কিছুই নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।