আমাদের কথা খুঁজে নিন

   

প্রশংসা কার না ভালো লাগে।



অফিসে কাজ করি বলে আমাকে খুব লেখালেখির কাজ করতে হয়। অফিস থেকে যে কলম পাই সেই কলমে লিখতে স্বাচ্ছন্দ বোধ করিনা। এছাড়া অফিসের কলম ব্যাবহার করতে গিয়ে খুব তিক্ত অভিজ্ঞতাও হয়েছে। যেমন পকেটে রাখা সেই কলমের কালি পড়ে গিয়ে আমার শখের কয়েকটা শার্টের বারোটা বেজেছে। এরপর বাধ্য হয়েও ব্যাক্তিগতভাবে বেশ দাম দিয়ে কলম কিনে অফিসের কাজ করেছি।

২০০৫ সালে দেশে ছুটি কাটিয়ে আসার সময় এক ডজন বলপেন নিয়ে এসেছিলাম। আহ লিখে কি আরাম ! কি মসৃন । সেই থেকে শুধু বাংলাদেশের কলমই ব্যাবহার করে আসছি। একদিন আমার ম্যানেজার স্বাক্ষর করার জন্য আমার কলমটা চেয়ে নিল। স্বাক্ষর করার পর সে আর কলমটা আমাকে ফেরত দিতে চাইছে না।

বলল তোমার কলমটা দিয়ে দাও । আমিও বিনা বাক্য ব্যয়ে দিয়ে দিলাম। কলমের প্রশংসায় সে পণ্চমুখ। এরপর যতবারই দেশে যাই ততবারই শ'খানেক করে কলম নিয়ে আসি। নিজে ব্যাবহার করি অফিসের কলিগদের মাঝে ফ্রি বিলি করি।

সবাই যখন একসাথে বসে আমার দেশের কলমের প্রশংসা করে তখন বুকটা যেন ফুলে হিমালয় হয়ে যেতে চায়। এবারো যখন দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি সবাই আমার কাছে বেশি করে কলমের অর্ডার দিচ্ছে, টাকাও দিতে চাচ্ছে। আমি তাদের কাছ থেকে টাকা না নিলেও তাদের জন্য কলম নিয়ে আসব বলে প্রতিশ্রুতি দিয়েছি। শুধু বার বার দেশের প্রশংসা শুনব বলেই।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।