আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা হেভী মেটাল

www.cameraman-blog.com/

ইদানিং এফএম রেডিও শুনছি বিস্তর। আমি অবশ্য রেডিওর পোকা সেই স্কুল জীবন থেকেই। তবে ইদানিং শর্টওয়েভে এতো বেশী নয়েজ হয় যে শুনতে আর ধৈর্য্য থাকে না। আর তাই শর্টওয়েভ থেকে নিজেকে এফএম এ স্থানান্তর করছি বলা যায়। বেশী শুনি বিবিসি, এরপর অন্যান্য দেশী ষ্টেশন।

এরমধ্যে প্রথম পছন্দ এবিসি রেডিও। এদের কিছু লাইভ প্রোগ্রাম আছে যেগুলি শুনতে দারুন লাগে। গান, কথাবার্তা সব মিলিয়েই ভাল লাগে। এরকম একটি অনুষ্ঠান হলো বর্ন রকার। প্রতিমাসের প্রথম বুধবার রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত।

কাল প্রথম শুনলাম অনুষ্টানটি। সেই সাথে প্রথম পরিচয় হলো বাংলা হেভী মেটালের সাথে। ব্যান্ডটি ছিল ক্রিপটিক ফেইট। কথা প্রসঙ্গে এর ভোকালিষ্ট সাকিব একটা মজার ঘটনা বলছিলেন। একবার সাকিব বাসা থেকে বেরিয়েছেন কক্সবাজার যাবেন বলে।

রিক্সা নিয়েছেন বাসষ্ট্যান্ডের উদ্দেশ্যে। বাসা থেকে কিছুদূর এগুতেই গলির মধ্যে একছেলে তার রিক্সায় উঠে খূব ভদ্রভাষায় বললো - আমি হাইজ্যাকার। পাশে যে ছেলেটাকে দেখছেন ওর কাছে পিস্তল আছে। তাই আশা করবো চুপচাপ সব দিয়ে দিবেন। সাকিব দেখলেন তারপাশে আরো কয়েকজন আছেন এবং সবাই মিটিমিটি হাসতেছে।

এরপর সেই হাইজ্যাকার জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছিলেন ? কক্সবাজার। কত আছে ? তিন হাজার। ঠিক আছে আপনি মানিব্যাগটা দেন, আমরা দুই হাজার রেখে এক হাজার আপনাকে দিয়ে দিচ্ছি। ঠিকই সাকিবকে তারা এক হাজার টাকা সহ মানি ব্যাগটা ফেরত দিল। মোবাইলটা নিয়ে খূলে সিমটাও ফেরত দিল।

সঙ্গী একজন হাতের ঘড়ির দিকে দৃষ্টি আকর্ষণ করায় তাকে ধমক দিয়ে বললো - দেখতেছিস না ভদ্রলোকের ছেলে। ওটা নেয়া লাগবে না। এরপর তারা চলে গেল। সাকিব ব্যাক্কল হয়ে ফিরে আসলেন বাসায়। এসেই লিখলেন একটা গান - রাগ।

এরকম প্রোগ্রাম আরো কয়েকটা আছে এবিসি রেডিওতে। যেমন আজ আছে ক্যাফে লাইভ রাত ১১টায় ৮৯.২ মেগাহার্টজে। ক্রিপটিক ফেইট ব্যান্ডের একটা গান যাত্রা। শুনে দেখুন কেমন লাগে বাংলা হেভী মেটাল। আপডেট : ছেঁড়া পাতা (৩)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।