আমাদের কথা খুঁজে নিন

   

চোর

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

চোর কে বা কারা?[/sb চোর। নেতিবাচক সামাজিক শব্দ। চোর নিয়ে নানাবিধ গদ্য-পদ্য রয়েছে। চোর হয়ে কেউ জন্ম নেয় না, চোর সমাজ তৈরী করে, চোরকে নয়, চুরিকে ঘৃনা কর - আরো কত কি? যে চুরি করে সে-ই চোর।

অর্থাৎ অন্যের কোনো কিছু না বলে নেয়া। কেন নেয়? নিশ্চয়ই প্রয়োজনে। এ-নিয়ে বহু যুক্তি-তর্ক। যার কোনো অন্ত নেই। যদি প্রশ্ন করা হয় এই পৃথিবী কার বা কাদের? উত্তর আসবে- সকল মানুষের।

তাহলে পৃথিবীর কিছু মানুষের জন্য অধিকাংশ মানুষ সম্পদহীন,অধিকারহীন,স্বাধীনতাহীন থাকবে কেন? একজনের সম্পদ থাকে আর একজনের থাকেনা, কেন? কিভাবে? মূলত এর নাম চুরি। সম্পদ সৃষ্টি হয় কিভাবে? নিশ্চয়ই শ্রম আর সৃষ্টির মাধ্যমে। সভ্যতার ভিত্তিও হলো শ্রম আর সৃষ্টি। শ্রম না দিয়ে কোনো কিছু উৎপাদন করা যায় কি? না। তাহলে বিনা শ্রমে যে অঢেল সম্পদের মালিক বনে যায়, সে কে? বা কি?----------উত্তর আপনার চেতনা।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।