আমাদের কথা খুঁজে নিন

   

চোর চোর পুরাকীর্তি চোর..কাহারে করিব ভরসা



নিজস্ব প্রতিবেদক- প্রথম আলো থেকে উদ্ধৃত ছাত্র শক্ষিক, শিল্পী বুদ্ধিজীবীদের প্রতিবাদ, বিক্ষোভ উপেক্ষ করে বিচারাধীন মামলা নিস্পত্তি হওয়ার আগেই দেশের মূল্যবান পূরাকীতি ফ্রান্সে প্রদর্শনীর জন্য পাঠানো হয়েছে৷ কঠোর গোপনীয়তার মধ্যে গতকাল সকাল থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠন এগুলো কাটর্ন বন্দী করে৷ এরপর বিকেলে এগুলো জাতীয় জাদুঘর থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়৷ গভীর রাতে এসব পুরাকীতি একটি মালবাহী বিমানে তুলে দেওয়া হয়৷------------- এসব মহার্ঘ্য প্রত্ন সামগ্রী বিদেশে পাঠানোর প্রতিবাদে গতকাল সকাল থেকে বিকেল পযন্র্ত শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ-সমাবেশ হয়৷ বিক্ষোভকারীরা সংস্কৃতি বিষয়ক মণ্ত্রণালয়ের তিনটি গাড়িও ভাঙচুর করে৷ এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া করে এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করলেও পরে ছেড়ে দেয় ৷---------- আদালত ওই বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত পুরাকীতি গুলো জাতীয় জাদুঘরে রাখার নির্দেশ দেন ৷ আগামী ১৫ জানઓয়ারি এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে৷" এহেন বিবরণে আর বলার কি আছে? তবে কি উহাই সত্য লোকে যাহা বলে..... যে যায় লংকা সেই হয় রাবণ!!! কিংবা এমন হইবে নাতো.... ৫ , ১০ বা ১৫ বছর পর তদন্তে বাহির হইলো অমুক এবং তমুকের সুইস ব্যাংকে শ মিলিয়ন ডলার উদ্ধার!! সরকারকে কে আর জিজ্ঞাসা করিবে? তাহারা তো জরুরী জুজু দেখাইয়া বড়ই আয়েসের সহিত ভোগ ক্রিয়াদি সমাধা করিতেছেন! তবে আর কি কহতব্য.... সেই দেখিতে থাকা গেরস্থের মতো কেবলই দেখিতে থাক--- " দিকি না দিখি কি হয়!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।