আমাদের কথা খুঁজে নিন

   

ঐ!! চোর!! বন্ধুদের প্রতি অনুরোধ, আসুন চোর ধরতে না পারলেও অন্ততঃ ধিক্কার জানাই

My mail address : shuvroparvez@yahoo.com

দেশের অমূল্য প্রত্নতত্ত্ব সম্পদগুলো আজ আমাদেরই চোখের সামনে সুকৌশলে চুরি হয়ে যাচ্ছে। প্রদর্শনীর নামে সেগুলোকে পাচার করতে গিয়ে দুটি বিষ্ণুমূর্তি সরিয়ে ফেলা হয়েছে, তা আমরা সবাই জানি। আসলেই মাত্র দুটি নাকি আরও বেশী খোয়া গিয়েছে , তাও অনিশ্চিত। দেশের এই সব অমূল্য সম্পদ গুলোকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে যারা সেগুলো সরিয়েছে, তাদের বিরুদ্ধে দেশের অল্প সংখ্যক মানুষ গলা ফাটিয়ে চিৎকার করছে , আর আমরা এখনও পুরোনো গানই গাচ্ছি। আমাদের মত এইসব হুজুগে বাঙালীদের জন্যই দেশের অমূল্য সম্পদ গুলো আজ চুরি হয়ে যাচ্ছে।

প্রিয় ব্লগার বন্ধুগণ, আমি আজ আর উত্তেজিত না হয়ে পারছি না। ফ্রান্সে পাঠানোর জন্য , দেশের ভিতরেই খোয়া গেলো প্রকাশ্যে! দুটি। আর যদি সেগুলো পাঠানো হতো , তবে সেই সব অমূল্য সম্পদগুণো কি আর ফিরে আসতো ? হয়তো আসতো তার রেপ্লিকা। আমি ছোট বেলা থেকেই দেখেছি, যদি পাড়ায় , কোন ছিচকে চোর ধরা পড়ে , তবে পুলিশে দেবার আগে তাকে আচ্ছা করে ধোলাই দেয়া হয়। অথচ , আমাদেও চোখের সামনে হচ্ছে এসব বড়বড় চুরি ।

আর আমরা নিশ্চুপ। আবার নিশ্চুপ বললে হয়তো ভুল হবে, আসলে কিছু কিছু ব্যাপারেও নিশ্চুপ। আসুন , এগিয়ে আসুন। আমরা সবাই যদি সরব হয়ে উঠি, যেমনটি আমরা হয়েছি রাজাকারদের বিরুদ্ধে, তবে দেশের জন্য বর্তমানকালের এই কালহাতগুলোকে অপসারণ করতে পারবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।