আমাদের কথা খুঁজে নিন

   

রেলক্রসিং এর জন্য যানজট বাড়ছে!!!! হাঃ হাঃ পঃ গেঃ

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

কাল চ্যানেল আই ও এটিএনের খবরে (অন্য চ্যানেলের খবর দেখিনি) দেখলাম ঢাকাতে রেল ক্রসিং (লেভেল ক্রসিং)-এর জন্য নাকি যানজট বাড়ছে? এ সম্পর্কে পুলিশের এক কর্মকর্তা বললের প্রতিটি ট্রেন যাবার সময় প্রায় ১৫ মিনিট করে রাস্তা বন্ধ থাকে যার ফলে যানজট বাড়ে। রিপোর্টারও যানজট বাড়ার কারন হিসেবে ট্রেনের কথা বললেন। পাগল আর কাকে বলে। একটি ট্রেন যাবার জন্য রাস্তা ১৫ মিনিট বন্ধ থাকে কি? (বড়জোর ৫ মিনিট থাকে) আর এজন্য যে যানজট বাড়ে না তা নিয়ে বিস্তারিত পোস্ট লিখছি আপাতত একটি প্রাকটিক্যাল বলি। তা হচ্ছে অনিবার্য কারনে (হয়ত টিভির রিপোর্টের কারনেই) আজ সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা থেকে কোন ট্রেন ছাড়েনি আবার একই সময়ে টংগী থেকে কোন ট্রেন ঢাকা অভিমুখে যাত্রা করেনি। অর্থাৎ আজ ৮টা থেকে ৯টা পর্যন্ত ঢাকার কোন লেভেল ক্রসিং বন্ধ ছিল না। যদি লেভেল ক্রসিং -ই যানজটের অন্যতম কারন হয়ে থাকে তাহলে আজ ঢাকার যানজট কম থাকার কথা। আজ সকালে কি ঢাকায় যানজট কম ছিল? আপনারাই উত্তর দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।