আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাঙের বিয়ে!!!!!


সম্প্রতি বাংলাদেশের উত্তরবঙ্গে একটি এলাকায় ২৫০ মানুষ মিলে দিয়েছে ব্যাঙের বিয়ে৷ কারণ তারা ধরণীতে চায় বৃষ্টির ছোঁয়া৷ বিয়ের বর-কনেকে আনা হয়েছে ঢাকা থেকে ১১০ কিলোমিটার দূরের একটি গ্রাম থেকে৷ বাংলাদেশের গ্রামে গ্রামে একটা প্রথা অনেকদিন ধরে প্রচলিত৷ গ্রীষ্মের প্রচন্ড উত্তাপে যখন মানুষ দিশেহারা হয়ে যায়, তখন কিছু মানুষ বাড়ি বাড়ি গিয়ে চাল তুলে সিন্নী দেয় আর সবাই মিলে গান গা.. আল্লাহ্ মেঘ দে, পানি দে, ছায়া দেরে তুই, আল্লাহ্ মেঘ দে'' সেই বহু কাঙ্খিত বৃষ্টিকে ধরণীতে আনার প্রক্রিয়ায় এবার বাংলাদেশে পালন করা হলো ব্যাঙের বিয়ে। সম্প্রতি বাংলাদেশের উত্তরবঙ্গে একটি এলাকায় ২৫০ মানুষ মিলে দিয়েছে ব্যাঙের বিয়ে। কারণ তারা ধরণীতে চায় বৃষ্টির ছোঁয়া। বিয়ের বর-কনে''কে আনা হয়েছে ঢাকা থেকে ১১০ কিলোমিটার দূরের একটি গ্রাম থেকে৷ গ্রামবাসীরা এই বিয়ের ব্যবস্থা করেছিলো। কারণ অনেকদিন ধরে সে অঞ্চলে বৃষ্টি না হওয়ায় পানির স্বল্পতা দেখা দিয়েছিলো।

ছেলে-বুড়ো, নারী সব মিলে সেখানে ২৫০ মানুষ অংশগ্রহণ করে। তারা সেখানে নাচে-গানে মুখর হয়ে উৎসবে মেতে উঠেছিলো। অতিথিদের ভাত-ডাল, মাছ, গরুর মাংস এবং মিঠাই দিয়ে আপ্যায়ন করা হয়। বর-কনে'' এক ধরনের বিশেষ বিয়ের পোশাক পরােনা হেয়িছল ৷ গ্রামবাসী সবাই মিলে তাদের আশীর্বাদ জানিয়েছে। তারপর বর-কনে''কে ছেড়ে দিয়েছে পাশের একটি পুকুরে''।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।