আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সিনেমায় সাকিব আল হাসান

আর কাদায় ভরা মনের মধ্যে ........

অনেকদিন পর সামুতে লিখছি, লেখার বিষয়বস্তু, আমি যা নিয়ে লিখি তার থেকে কিছুটা দুরের। ক্রিকেটের সাথে আমাদের আবেগ এখন অনেকখানি জড়িত। অনেকেই আছেন, মনোযোগ দিয়েই ক্রিকেট খেলাটা দেখেন। যারা ক্রিকেট খেলতেছেন তারা সবাই ভাল করুক এটা আমরা সবাই চাই। সে রুবেলের মত ভকেট কিম্বা আশরাফুলের মত আশার ফুল যেই হোক না কেন।

এইসব হাবিজাবির মধ্যে একজন প্লেয়ার আমরা পেয়েছিলাম সাকিবকে। সে 'রোমান্স উইথ ক্রিকেট' নামের নাটক করছে এটা শুনেই যথেষ্ট শংকিত ছিলাম, এবার শুনছি সিনেমাতেও তাকে দেখা যাবে। ভাল করলেই তাকে নিয়ে এসব না করলেও বোধহয় চলতো। বাংলাদেশের দর্শকদেরও হালকাভাবে নেওয়াটা বোধহয় ভুল হবে। গত ম্যাচে পানির বোতল মেরে দশমিনিট খেলা অফ করা একজন আমাকে বলেছেন আগামী ম্যাচে জুতা মারবেন, ওরকম দায়িত্বজ্ঞানহীনতা দেখলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।