আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট থেকে সিনেমায়

ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ পাকিস্তানের পেসার মোহাম্মদ আসিফ এখন সিনেমা করতে যাচ্ছেন।

ইন্দো-পাক যৌথ প্রযোজনায় 'ইন্ডিয়া মে পাকিস্তান' নামক চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ২০১০ সালে স্পট ফিঙ্ংিয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর আসিফ চাচ্ছিলেন নতুন কিছু করার। তাই সিনেমার প্রস্তাবটি পেয়ে লুফে নিয়েছেন তিনি। মিডিয়াকে আসিফ বলেন, 'আমি এখন কিছুই করছি না।

আমাকে তো আর বসে থাকলে চলবে না। সামনের এগোতে হবে। এটা আমার জন্য ভালো একটা চ্যালেঞ্জ। তাই আমি এ প্রস্তাব গ্রহণ করেছি। ' ওয়ান্স মোর ইন্টারন্যাশনাল ফিল্ম নামক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এ ছবির পরিচালনা করবেন ইকরাম আখতার।

পরিচালক বলেন, 'ছবিটি হবে রোমান্টিক ও কমেডি ধরনের। একই সঙ্গে ইন্দো-পাক যৌথ প্রযোজনার লক্ষ্য হচ্ছে দুই দেশের মধ্যকার বন্ধুত্ব আরও এগিয়ে নেওয়া। ' আসিফ জানিয়েছেন, এ ধরনের প্রস্তাব পেলে নিয়মিত ছবি করতেও তিনি রাজি। তবে সাবেক প্রেমিকা বীনা মালিকের সঙ্গে তিনি কোনো ছবি করতে চান না বলে জানিয়েছেন।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.