আমাদের কথা খুঁজে নিন

   

লিখেছেন আমি স্বার্থপর, এই একটি গানও পারলোনা আমদের বিবেককে জাগ্রত করতে, তবে আর কোন দিন পারবে??? গানটি আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন, তবুও...........একটি গান তবুও আমরা নির্লজ্জ নিশ্চুপ.......... লিখেছেন আমি স্বার্থপর, ২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৮



এই একটি গানও পারলোনা আমদের বিবেককে জাগ্রত করতে, তবে আর কোন দিন পারবে??? গানটি আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন, তবুও........... কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় ত্রিপ্ত। কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার|| বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় ত্রিপ্ত। কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ। আজও কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা|| নিয়তির ডাকে দিলি যে সাড়া ফেলে গেলি শুধু নিরবতা যার চলেযায় সেই বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা|| অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়া দেব সান্তনা ।

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার|| বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় ত্রিপ্ত। কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ। বিধাতা তোমারে ডাকি বারেবারে করো তুমি মোরে মার্জনা|| দুঃখ সহিতে দাওগো শক্তি তোমারি সকাসে প্রর্থণা চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনাদ|| বিষাদ অনলে পুড়ে বারেবারে লুন্ঠিত হবে স্বপ্নস্বাদ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার|| বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় ত্রিপ্ত।

কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ। এই গানটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি হায়দার হোসেনের প্রতি। আমি আরো কৃতজ্ঞ আমি স্বার্থপর এর কাছে এমন চমৎকার একটা সংগ্রহ করার জন্য। সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.