আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ডানা নেই, তবু পাখিদের মত আকাশে উড়ে বেড়াই মনে-মনে।

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,

কি অপার মহিমায় আমার সৃজন, কি অফুরন্ত অনুদানে আমার সাজ, কি অসীমান্ত আমার চিন্তনে দিয়েছেন দয়াময়! কৃতজ্ঞ তোমাতে হে প্রিয় করুণাময়! ভুবনের মাঝে ভুবন রচনা, সৃজন মাঝে তা শুধু মানবের পক্ষেই পূর্ণ সম্ভব। যে অন্ধ পৃথিবী দেখেনি, তারও রয়েছে আপন জগৎ। আমারা চাক্ষুষস্মান দেখি না সে জগৎ, অতি উচ্চ চিন্তার ধারকেরা হয়ত অনুভবে কিছু কিছু দেখে থাকেন। আমাদের ডানা নেই, তবু পাখিদের মত আকাশে উড়ে বেড়াই মনে-মননে। আমাদের চিন্তা-চেতনায় উপলব্ধি করি অনেক অদেখাকে, অজানাকে। কুড়াই কাঠ-খড়-কঞ্চি ও গড়ে তুলি আপনালয়। এ আলয়ে একদিন থাকবো না আমি, থাকবে আমার আলয়, হয়ত দেখবে কেউ, দেখতে আসবে কেউ কেউ, তাদের কোন কল্যাণে যদি লেগে যায় তো ওপার থেকে দেখবো হয়ত আমি…। রেখে যেতে চাই তোমাদের মাঝে মাঝে//আমার পায়ের ছাপে গড়ে উঠা এই সরুপথ//হয়ত হাঁটবে অনাগত পথিকেরা সকাল সফলে ওরা নেবে সংকল্প-শপথ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।