আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ: মানব মন (কেস স্টাডি ১)

যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে।

ঘটনা ১: ছেলেটা রাস্তা দিয়ে যখন হাটতে থাকে তখন সবসময় কি যেন ভাবে। উদাসী একটা ভাব নিয়ে পথচলা তার শেষই হতে চায় না। অনেক সময় এমনও হয়েছে যে সে যেখানে যেতে চায় সেখানে পৌছে যাবার পরও অনেকদূর এগিয়ে গেছে। ছেলেটার সামাজিকীকরণ এবং পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি সবই ছিলো স্বাভাবিক।

এ সমস্যাটা তার শুরু হয়েছে খুব বেশীদিন হয়নি। তার বয়স যদিও ১৮-১৯ তবুও তার চালচলন কথাবার্তা অনেক ব্যক্তিত্বপূর্ণ। ======কেস স্টাডি====== ঘটনাটা মনোবৈজ্ঞানিক বিশ্লেষণে এক প্রকার মানব অন্যায় আচরণের মধ্যে পড়ে। সে উদাসী একটা ভাব নিয়ে চলে তবুও তার অবচেতন মন তাকে সতর্ক রাখে। তার চিন্তধারা অনেক শক্তিশালী বলেই সে নিজের মনকে যতটা নিয়ণ্ত্রন করতে চায় ততটা না পারলেও তার মস্তিষ্কের ভিতরে এমন একটা অংশ রয়েছে যা তাকে সমস্ত পরিবেশের প্রভাব সম্পর্কে অবগত রাখে।

এ ধরণের ঘটনা অত্যন্ত বিরল হয়ে থাকে। যে সব মানুষ এ ধরণের আচরণের মধ্যে পড়ে তাদের নিয়ে গবেষণা করার সুযোগ পাওয়া গেলে মানব মষ্তিষ্ক সম্পর্কে বর্তমান ধ্যান ধারণার ক্ষেত্রে অনেক পরিবর্তন আসতে পারে। সাইকোলজি বিষয় নিয়ে আমার অল্পবিস্তর পড়াশোনা আছে। এখানে বিভিন্ন সূ্ত্রের সমন্বয় করে ফলাফল দাড় করাতে চেষ্টা করে যাচ্ছি। আমার এ চেষ্টাকে আপনারা সুন্দরভাবেই নেবেন আশা করছি।

পরবর্তীতে প্রকাশিত হবে............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।