আমাদের কথা খুঁজে নিন

   

শুয়র, খচ্চর এবং ছাগল পর্যবেক্ষনীয় আউটকাম!

হিজিবিজি 'শুয়র'....ছোটবেলা থেকেই গালি হিসেবে ব্যবহৃত একটি শব্দ/প্রানী হিসেবে শুনেছি। বড় নোংরা একটি জীব। নিজের 'ইয়ে' (শুশীল'দের ইয়ে'তে লাগবে বলে অতি পরিচিত শব্দটা ব্যবহার কর্লামনা!) নিজেই খায়....সারা গায়ে ময়লা মাখে আর ঘোত ঘোত করে আশেপাশে যারা থাকে তাদের গায়েও মাখায়। আর চেহারা দেখে মনে হয় কাজটা করে সে বড়ই আনন্দ পায়। 'খচ্চর' নামক একটি প্রাণীর কথা ছোটবেলা থেকেই শুনে আসছি কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়নি।

শুনেছি এটি 'গাধা এবং ঘোড়া'র শংকর; মাঝামাঝি একটি জীব। না ঘোড়া, না গাধা! কোন কাজেরই না। 'ছাগল' বড়ই নিরীহ একটি প্রাণী। বুদ্ধিসুদ্ধি কম, অবলা, কিউট একটা জীব। আবার 'লাদে'ও খুব সুন্দর.....বেশ পরিচ্ছন্ন।

আমার জানা অন্তত দু'জন আছে যারা আচার 'ভ্রম' করে এই ছাগলের 'লাদি' মুখে দিয়েছেন (সত্যি-বিদ্যা একটুও বানিয়ে বলছি না!)। তবে এই অবলা প্রাণীটি নিয়ে সমস্যা একটাই - 'যেখানে সেখানে মুখ দেয়' (ছাগলে কি'না খায় দ্রষ্টব্য)। ....মাঝে মাঝে কাদের সাথে যেন এই প্রাণী গুলোর মিল খুজে পাই। । ।

"ডিসক্লেইমার - 'ভ্রম' করেও দেশের কোন 'রাজনৈতিক' দলের সাথে এদের কোন মিল খুজে পাওয়ার চেষ্টা করিবেন না। যদি পান তাহা হইবে 'কাক ডাকিল তাল পড়িল' প্রবাদের অনুরুপ" ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।