আমাদের কথা খুঁজে নিন

   

শুক্রবারের আলস্য

ঢাকায় থাকি, কেন যে থাকি জানিনা। হয়তো জীবিকার তাগিদে অথবা নাগরিক জীবনের সব সুবিধার মোহে! হয়তো বা আরো ভালো জীবনের জন্যে। প্রতিদিনের যানজট, লোডশেডিং, দুষিত বায়ু সেবন -এইসব সয়েও যখন টিকে আছি তখন বুঝতে হবে কোন একটা অজানা আকর্ষন অবশ্যই আছে। তবে কি সেই আক

সাদামাটা এবং বুদ্ধিহীন জীবন বড়ই আনন্দের! এই তো অনেক আরামে আছি। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে নাশ্‌তা, তারপর আয়েশী ভংগীতে চায়ের কাপ হাতে নকোড়া কাগজে চোখ বুলাতে বুলাতে যে আলস্য তার সমান্তরাল আনন্দ কি ঢাকাবাসীর কাছে খুব বেশী আছে! দ্বি-মত অবশ্যই কাম্য। কর্মঠ লোকের কাছে আমি আমি আলসের ধাড়ী সন্দেহ নেই কনা পরিমান, বুদ্ধিজীবিরা বলবেন ঈন্দ্রীয় সর্বস্ব নিম্মস্তরের প্রানী। তবে আমি যে এতেই আনন্দ পাই, আর সেই আনন্দেই তৃপ্ত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।