আমাদের কথা খুঁজে নিন

   

শুক্রবারের আড্ডা..১১


বাংগালী নাকি আড্ডা প্রিয় জাতি, আমি নিজেকে দিয়ে বিচার করেই জানি কথাটা মোটেও মিথ্যা নয়। তাছাড়া শুক্রবারটা ছুটির দিন হওয়ায় আড্ডানোর সুযোগটাও পাওয়া যায় বেশী। আমি নিজে শুক্রবারে অন লাইনে বসার সুযোগ পাই একটু বেশী, তাই ভাবছি প্রতি শুক্রবারে একটা করে আড্ডা পোষ্ট দিবো, অবশ্য যদি ভালো না জমে তাহলে হয়তো নতুন করে চিন্তা ভাবনা করবো।
আড্ডার কোন বিষয়বস্তু নাই, যে কোন বিষয় নিয়েই আড্ডা চলবে এখানে, আসুন দিনে একটু আড্ডা দিই মনকে ফ্রেস করি.........


ঋতু রাজ বসন্ত চলে যাচ্ছে, আজকে হয়ে যেতে পারে একটা বাসন্তি আড্ডা।


ভালোবাসা মোরে ভিখারি করেছে, এমন টাইপের জম্পেস আড্ডাও হতে পারে।


আড্ডা হতে পারে ভ্রমণ বা ফটোগ্রাফি নিয়ে।


র্তমানে দেশে চলছে উপজেলা নির্বাচন, সেই সাথে নাকি পুরোনো আমলের মতো ব্যালট বাক্স ছিনতাই আর ব্যাপক দাঙ্গা হাঙ্গামাও ঘটছে, যার যার এলাকার নির্বাচন নিয়ে রাজনৈতিক চুলোচুলি মার্কা আড্ডা তো হতেই পারে এখানে।


টিটুয়েন্টি বিশ্বকাপের বড় আসর চলছে বাংলা দেশে, আমরাও বড় আশা নিয়ে তাকিয়ে আছি খেলোয়ারদের দিকে, কিন্তু ওরা যেন নিজেদের হারিয়ে খুঁজছে। বিশ্বকাপ নিয়েও তাই একটা জম্পেশ আড্ডাবাজি হতেই পারে।

তো আসুন চালিয়ে যাই শুক্রবারের আন লিমিটেট আড্ডাবাজি.........

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।