আমাদের কথা খুঁজে নিন

   

শুক্রবারের স্ক্রীপ্ট

আপাতত তেমন সাংঘাতিক কিছু নাই---

ভাবিতেছি, স্ক্রীপ্টখানা এইরুপ হৈতে পারিত-


"চন্দ্রাভিসারী, বাংলার প্রথম মহাকাশী, বিশিষ্ট ময়নাটিয়াপ্রেমী (আ)ওয়াজবিদ সাউদীসাবের ফাঁসির পরোয়ানা জারি হৈয়াছে। যেকোন মুহুর্তে তেনাকে লটকাইয়া দিতে পারে ৭১-গন্ডগোল চেতনাধারী জালিম সরকার। মোল্লাসাবের ফাঁসির রেশ কাটিতে না কাটিতেই গোলামায়ে সাউদীর ফাঁসির রজ্জুতে কলা লাগাইতে ত্রস্ত য্যান সর্বমালাউন পরিষদ।

নিদারুন সংকটে পড়িয়াছে এসলাম। হিপক্রেসিতে ফাঁসিয়া আছে ডেমক্রেসী।

ময়দানের ভাষণ আজ প্রেস কনফারেন্সে দিতে হৈতেছে। বৈঠক মিলিতেছে না কাহারো সংগে। ভূ-বঙে এমন দিনের কথা ভাবিয়া দিনকেদিন নাকাল হৈতেছে ওয়ার্লড। চিট্টির পর চিট্টি লিখিয়াও সুরাহা হৈতেছেনা কোনো। এ্যাটাকের কথা ভাবিতেছে আমাদের পাকি ভাইলোগ।

হুজুরগো লটকাইতেছে তবুও। পীর কেবলার মন্তরে কাজ হৈতেছেনা আর। ফাসুয়া এরশাদ আসিয়া ছুফা হুজুরের দরবারে মিনতি করিয়া গিয়াছেন দিনকতেক আগে। গোপন মজলিসে হাতজোড় করিয়া কি কহিলেন তাহা কেহ না জানিলেও বাতাসে চাউর হৈয়াছে যে, হুজুর তাহাকে বালিকা হৈতে শতহস্ত দুরে থাকিতে বলিয়াছেন। ভোটের মওশুমে তাহার হাজতবাস শিরোধার্য, একথা মানিয়া লৈয়া আশীর্বাদ করিয়াছেন, বালিকাকে নেত্রী বানাইও না।

ঘরের জিনিস চাউর করিও না। নৈলে ঐ যে---- বিষপান-বিষপান। এর স্বাদ(পড়ুন এরশাদ) অতি মিষ্ট। এর স্বাদ(এরশাদ) আগেও মিলিয়াছিল, গলায়-গলায়। এর স্বাদ(এরশাদ) বেশিদিন থাকে না।

যেমন থাকে না কচু পত্রে পানি, খোলাপাত্রে কর্পুর। পাল্লার 'ফের' এর ন্যায় ইহা কেবল ভোটের আগেপরে ওঠানামা করে। ইহার ভারে পাল্লা একদিকে হেলিয়া পড়ে কিঞ্চিৎ।

যাই হৌক, যাহা বলিতেছিলাম, ফাঁসির দড়িতে ঝুলিবার উপক্রম সাউদীসাব। সাউদীসাব এখন জেলে।

এরশাদ প্রসঙে মনে পড়িয়া গেল, সেই স্লোগান-"জেলের তালা ভঙবো-সাউদীসাবরে আনব"। নারায় তকবীর।

অলৈকিক ক্ষমতার অধিপতি, কেরামায়ে কাদেরমোল্লা কোনরুপ কারিশমা না দেখাইয়া অর্ন্তধান করিয়াছেন ইতপূর্বে। এমন মুত্তাকীন, অন্তঃদীল পাকিপেয়ারাকে যে রজ্জুতে ঝুলানো হৈবে সেই রজ্জু ছিড়িয়া পড়িবে শোনা যাইতেছিল। কিন্তু শেষ মুহুর্তে তিনি বলিয়াছিলেন, ধৈর্য ধরিতে, দেখাযাউক কী হৈতে কী হয়!
আমরা ধৈর্য ধরিয়া দেখিলাম।

না তাহার রজ্জু ছিড়িল, না তাহার কেরামতি দেখা মিলিল। আফসুস, আমরা অপেক্ষাতেই রহিলাম। কঠোর কর্মসূচী দিয়া আরো গুটিকয় লাশ ফেলিলাম। মসজিদে মসজিদে উষ্ণ খুতবা দিলাম। লাশ নিডেড,লাশ! লাশের বদলে লাশ, মস্তকের বিনিময়ে মস্তক, রগের বিনিময়ে রগ।

হেফাজতি ভাইলোগ, ভাইস্তালোগ, আব্বালোগ, কলেমা পৈড়া ঘর থাইকা বাইর হৈয়া রাস্তায় নাম। মহিলা শাখার আমিরের পিছে পিছে, হেফাজতে ডেমক্রেসির পিছে। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।