আমাদের কথা খুঁজে নিন

   

মেতে ওঠো বন্যতায়....

স্বপ্নবাজ

মন বলে ভিজতে অপলক জ্যোৎস্নায়, নদী চায় মিশতে দূরের মোহনায়, সময় বয়ে যায় একমনে শেষ বেলায়, পড়ে থাকে স্মৃতি বন্ধ মনের খাতায়, একীভূত তুমি - আমি আর সময়, নেই ভয় মেতে ওঠো তুমি বন্যতায়... দূয়ারে দাড়ানো যমদূত পাইনা ভয়, একাই হেঁটে চলা নেই কিছু সহায়, এক মনে একাকীত্ব আর কিছু সংশয়, মাঝরাতেও পাইনা আমি ভূতের ভয়, এক রাতে গড়া স্বপ্ন এক রাতেই ক্ষয়, নেই ভয় মেতে ওঠো তুমি বন্যতায়... মাঝরেখা পেরিয়ে কেন যেন মনে হয়, সামনের বাকি পথটুকু সে আমার নয়, ফুলে ফেঁপে ওঠা দূঃস্বপ্ন মন আকাশে ছাঁয়, বুঝে যাই কত সহজেই একা হওয়া যায়, হঠাৎ মেঘ এসে কেন ভিজিয়ে দেয়, নেই ভয় মেতে ওঠো তুমি বন্যতায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.