আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের শিক্ষার্থীরাও সুযোগ পাবে আন্তর্জাতিক ওডিএফ অলিম্পিয়াডে

nh@nhasive.com

দক্ষ জনশক্তি তৈরীর প্রধান হাতিয়ার তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। আর এটি শুরু করতে হবে স্কুল থেকেই। আমাদের মত উন্নয়নশীল দেশের জন্য তথ্য প্রযুক্তি তথা কম্পিউটার ব্যবহার হতে হবে সহজলভ্য ও নিরাপদ। স্কুলের শিক্ষার্থীদের গুচ্ছ সফটওয়্যার ব্যবহার ও মুক্ত ডকুমেন্ট ফরমেট ব্যবহার বৃদ্ধির জন্য বিশ্বের বিভিন্ন কম্পিউটার ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের সংগঠন ওডিএফ এলায়েন্স প্রতি বছর ওডিএফ অলিম্পিয়াডের আয়োজন করে থাকে। ওডিএফ বা ওপেন ডকুমেন্ট ফরম্যাট হলো কম্পিউটারে ডকুমেন্ট, উপস্থাপনা ইত্যাদি ফাইল সংরক্ষণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফরম্যাট যা ইতিমধ্যে আইএসও-র মাধ্যমে গৃহীত হয়েছে।

ওডিএফ অলিম্পিয়াডে শিক্ষার্থীদের এই ফরম্যাটে উপস্থাপনা তৈরি করতে হয়। এ বছরই প্রথমবারের মত বাংলাদেশের শিক্ষবর্থীরা এ অলিম্পিয়াড অংশগ্রহণের সুযোগ পাবে। বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) দেশে অলিম্পিয়াডের কার্যক্রম সমšয় করছে। মোট চারটি ক্যাটাগরিতে এ অলিম্পিয়াড হয়ে থাকে। ২০০৯ সালের ক্যাটাগরি অনুসারে উপস্থাপনার বিষয়বস্তু হলো - প্রথম থেকে পঞ্চম শ্রেনীর জন্য ’কেন আমি ইন্টারনেট ব্যবহার করা শিখবো’, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য ’কীভাবে আমরা শিক্ষার জন্য মোবাইল ফেরন ব্যবহার করবো’, নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য ‘বৈশ্বিক উষ্ণতারোধে ইন্টারনেট কীভাবে সহায়তা করতে পারে’ এবং একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষাথীদের জন্য ’ইন্টারনেটে সামাজিক যোগাযোগর সাইটের বৃদ্ধি সমাজের জন্য আশির্বাদ না কি অভিশাপ’।

যেহেতু এটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা সে জন্য প্রতিযোগীদের অবশ্যই ইংরেজিতে উপস্থাপনাটি তৈরি করতে হবে। আগ্রহীদের ওপেন অফিস বা ওডিএফ সর্মথন করে এমন যে কোন উন্মুক্ত সফটওয়্যার দিয়ে উপস্থাপনাটি তৈরি করতে হবে। সর্বোচ্চ ২১টি স্লাইডের মধ্যে উপস্থাপনাটি সম্পূর্ণ করতে হবে। প্রতিযোগিতার অন্যান্য বিষয়বস্তু http://www.bdosn.org/odf_olympiad.php বা http://www.ictforsociety.org/ web/open-standards/odf-olympiad ওয়েবসাইট থেকে জানা যাবে। বাংলাদেশের শিক্ষার্থীদের তাদের উপস্থাপনা আগামী ১৫ নভেম্বর ২০০৯ তারিখের মধ্যে ঠিকানায় ই-মেইলে পাঠাতে হবে।

প্রয়োজনীয় ওপেন অফিস সফটওয়্যার ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করে নেওয়া যাবে। বাংলাদেশের শিক্ষার্থীদের ওডিএফ অলিম্পিয়াডে অংশগ্রহণের সুবিধার্থে বিডিওএসএনের পক্ষ থেকে বিনামূল্যে কর্মশালা আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ও বিকালে দুইটি কর্মশালা বিডিওএসএন কার্যালয়ে (জামিল সারওয়ার ট্রাস্ট,২৭৮/৩ এলিফ্যান্ট রোড (৪র্থ তলা),কাটাবন ঢাল, ঢাকা। ফোন-৮৬৫০৬৬৫) অনুষ্ঠিত হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.