আমাদের কথা খুঁজে নিন

   

রাজকন্যা We Miss you...!!!

চাকরি করার ইচ্ছে হয়নি কখনো। তাই তো পড়ালেখা হিসাববিজ্ঞান নিয়ে, কিন্তু করছি কম্পিউটার ব্যবসা!!! কম্পিউটার সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করতে পারেন। মেইল: sajimtalukdar@gmail.com

আমি We Miss you-এর বাংলা জানিনা, জানলে বাংলাতেই বলতাম। যাইহোক আমাদের রাজকন্যা আবার ৭ দিনের জন্য দেশের বাইরে চলেগেলেন। আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর মোট কতদিন দেশের বাইরে ছিলেন কেউ কি সেই পরিসংখ্যানটা দিতে পারবেন।

আসলে আমার কথা হলো প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর মনে হয় না তার নিজ নির্বাচনী এলাকায়ও এতোবার গিয়েছেন যতবার তিনি দেশের বাইরে গিয়েছেন। তবে আমি বলছিনা যে দেশের বাইরে যাওয়া যাবে না, অবশ্যই যাবেন কিন্তু তিনি বাইরে যাওয়া আসার মাঝেই আছেন কিন্তু তার কোন ফলাফলতো দেখতে পাই না। দেশের বাইরে যাওয়ার আগে একবার বিমান বন্দরে প্রেস ব্রিফিং আর আসার পরে একবার প্রেস ব্রিফিং আর কি কাজ শেষ। আসলে প্রধানমন্ত্রীর সফর হয় অনেকটা ব্লগের মতো। যেমন আমরা আমাদের কথা একে অন্যের সাথে শেয়ার করি কিন্তু সমস্যা সমাধানের কোন ক্ষমতা আমাদের হাতে নেই।

তেমনি আমাদের প্রধানমন্ত্রী দেশের বাইরে যায় আর আলোচনা পর্যন্তই শেষ। শুধু নিজের কার্যালয়ের চারদেয়ালে আবদ্ধ না থেকে একটু নিজের দেশের জেলাগুলো ঘুরে দেখুন, সেই মানুষগুলোর খবর নেন যাদের ভোটে আপনারা ক্ষমতায় এসেছেন। তবে তারা চারদেয়ালের বাইরে আসলেও বিপদ আছে, করন তখন আবার সব কিছু স্থির হয়ে যায়। তবে রাজকন্যা দেশের বাইরে তাই রাস্তায় জ্যাম একটু কম মনে হলো কারণ তিনি রাস্তায় বেরুলে তো ঢাকা প্রায় ৩ঘন্টা পিছিয়ে যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।