আমাদের কথা খুঁজে নিন

   

আবেগী রাজকন্যা -১



বুঝতে পারছি না বাতাসটা কোন দিক দিয়ে বইছে!..উত্তর না দক্ষিণ..মনের কোন জানালাটি কিঞ্চিত খোলা!.. মনের ভেতর বাস করা রাজকন্যাটির চুল এলোবাতাসে উড়ছে..ছোট ছোট সুখের সমষ্টি তার সামনে সুখের প্রাসাদ বানিয়ে বসেছে...তার আত্ত্বা দুরু দুরু কাঁপছে...চোখের পাতা ঝাপসা,,তাই সে কিছুতেই বুঝতে পারছে না তার সামনে গড়ে ওঠা প্রাসাদের রঙ কি..... সেটা কি নীল ??বেদনার পূর্ব সংকেত !!......হয়তো.. তাতে কি?..তার সামনে সদ্য গড়ে ওঠা প্রাসাদকে সে কিছুতেই ভেঙ্গে যেতে দিবে না!..যদিও সে জানে উলটো বাতাসের বেগ আর কুতসিত বিবেকের কাছে প্রাসাদটা বড্ড ঠুনকো। কতোবার সে দেখেছে সেই প্রাসাদের গড়ে ওঠা আর অচিরেই ভেঙ্গে পড়া... তবুও ক্ষণিকের সুখটুকু সে হারাতে চায় না..তার উড়ন্ত আঁচল মেলে ধরে যেন উলটো দিকের বাতাস সেই প্রাসাদকে বালির বাঁধের মতন গুড়িয়ে দিতে না পারে...... হঠাৎ এক দানোর পদধ্বনি শোনা গেল !...ভয়ে আত্ত্বা শুকিয়ে গেল সেই রাজকন্যার। দানোর তান্ডবলীলায় সবকিছু চুরমার হয়ে গেল.... রাজকন্যা চিৎকার করতে লাগল "না, না, না".... ধুলোয় তার চোখ বন্ধ হয়ে গেল। । রাজকন্যা চিৎকার করতে করতে ক্লান্ত।

। তবুও অবিরাম তার ফুঁপানো চলতে থাকে.. সে কাঁদছে...কাঁদছে....... ওহ!! কিসের শব্দ??....উফ , বাতাসে জানালায় শব্দ হচ্ছে। । মুহূর্তে উঠে গিয়ে কপাট বন্ধ করে আসলাম। হঠাৎ খেয়াল করলাম আমি মুচকি হাসছি।

হা হা হা... কোথায় সেই মনের রাজকন্যাটি? বিবেকের দানো কি তাকে হত্যা করেছে?!.. জানা গেল না!... হয়ত আবার কোন আবেগের পাগলা হাওয়ায় তার উৎফুল্ল মনের বাসনা দেখা যাবে...হয়ত তার রাজপুত্রের ঘোড়ার খুঁড়ের শব্দ তাকে আবার নীল প্রাসাদ বুনতে মাতাল করবে.... কে জানে কতদিন বিবেক নামের দানো তার কঠোর দায়িত্ব পালন করতে পারবে!!.... এত কিছুর পর জয় কার হবে??...জানি রাজকন্যার আবেগ বিবেকের দানোর কাছে বন্দি !...তবুও তাকে ছোট করে দেখা চলে না... সে যে তার প্রাসাদ গড়েছে শুভ্রতা দিয়ে..!!..হোক না তা বালির প্রাসাদ,তবুও সেই বালির প্রতিটি কনা পবিত্র,শ্রেষ্ঠ............... এই কথাটি যেমন রাজকন্যা জানে তেমনি জানে সেই দানোটিও...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।