আমাদের কথা খুঁজে নিন

   

রাজকন্যা সুস্থ্য আছে

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

বাবা মায়ের বেখেয়ালে বাচ্চারাই অনেক সময় বাচ্চাদের শত্রু হয়ে যেতে পারে। ঘটে যেতে পারে মারাত্মক কিছু। কাল যেমন হলো। আমার বউ গল্প করছে পাশের বাড়ির ভাবির সঙ্গে। তার ১৪ মাস বয়সী মেয়ে আচমকা এক খামচি বসিয়ে দিয়েছে রাজকন্যার নাকে।

রক্তারক্তি কাণ্ড। ভাবি নাকি মারতে শুরু করলেন মেয়েকে। ওটুকু মেয়ে কি বোঝে! মেরে কি লাভ। বউ তাকে থামালো। এদিকে আমার মেয়ে তেমন একটা কাদুনে না।

মাঝে টিকা দেয়ার পর একটু-আধটু চেচিয়েছে। এর বাইরে যথারীতি তার হাসিমুখ। কাল বাসায় ফিরে দেখি ফোলা আর লালচে নাক নিয়েও বাবাকে তার দুর্দান্ত হাসি দিয়ে বরণ করে নিয়েছে। লক্ষী মেয়েটা আমার ভালো আছে। দোয়া করবেন, ও যেন আরো ভালো থাকে।

সাহিবার সঙ্গে একটা ছবি দিলাম ওর। বাকিগুলো ফেসবুকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।