আমাদের কথা খুঁজে নিন

   

*নির্ঘুম এক ভয়ার্ত রজনী*

জানতে চাই অনেক কিছু

আজিকে একাকি নির্ঘুম রাতি নেই আকাশে শশী, চারিদিকে শুধু থমথমে ভাব কি করিব বসি বসি? নয়নে মোর আসেনা ঘুম দুরুদুরু বুক কাঁপে, একা নিরালায় মন যে মোর কালেমা দরুদ জপে। একটু খানি শব্দ হলেই আঁতকে উঠে মন, বারবার তাই মনে হয় যেন ঐ আসে কোন জন। বাহির পানে চোখ পড়লেই মনে হয় কিবা নড়ে, আতঙ্কে মোর থেকে থেকে শুধু ভয়-ভীতি যায় বেড়ে। টিক টিক টিক ঘড়ির কাঁটা চলছে ঠিকই ঘুরে, কি জানি এ রাত্রি কেন যাচ্ছে এমন ধীরে? গোটা রাতভর সময় গুনে পাইনি পরিত্রাণ, কখন আমার ভয়াল নিশির হবে যে অবসান? শিহোরিত মন,থমকিত ক্ষণ, স্তম্ভিত ধমনী, পার করিলাম আমি যে এক ভয়ার্ত রজনী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।