আমাদের কথা খুঁজে নিন

   

নিজেই বানান ফেসবুক অ্যাপ্লিকেশন

...
আবাল-বৃদ্ধ-বণিতা আজ অফিসে, বাসায়, ক্যাফেতে সব জায়গায় ইন্টারনেটে ঢুঁকেই একবার ফেসবুকে ঢুঁ মারেন। এ ওর স্ট্যাটাসে কমেন্ট করা। নিজের স্ট্যাটাস আপডেট করা। এমনকি মোবাইল থেকেও অনেকেই ফেসবুক ব্যবহার করেন। আর এই ব্যবহারকারিদের অন্যতম সময় হরণকারি হচ্ছে ফেসবুকের বিভিন্ন অ্যাপ্লিকেশনস।

কার গোপন নামটি কি? কার আইকিউ কম/বেশি? কার আজকের হরোস্কোপ তথা রাশিফল কি? কার আজকের ডেট কার সাথে? অথবা ফার্মভিল, মাফিয়াওয়ার ইত্যাদি গেম খেলে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিচ্ছেন প্রায় সবাই। তাইনা? যারা কমবেশি সফটওয়ার বা ওয়েবডেভেলপমেন্টে জড়িত তাদের কিন্তু জানা আছে যে এগুলো ফেসবুক অ্যাপ্লিকেশনস। এবং ফেসবুক সবাইকেই এই অ্যাপ্লিকেশন বানাবার সুযোগ দেয়, বিনামূল্যে। ফেসবুক আপনার নিজের সাইটকে রেডিমেট ইউজার এনে দেবে। কারণ কোটি-কোটি ইউজার যারা ফেসবুক ব্যবহার করছে তারা আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার সাইটের খোঁজ পেতে পারে।

কিভাবে আইডিয়াটা কাজে লাগাবেন তা আপনার উপর ছেড়ে দিলাম। নীচের ভিডিওটি দেখার পর অনেকের জন্যই ফেসবুক অ্যাপ্লিকেশন পানিভাত হয়ে যাবে। দ্বিতীয় পর্ব উপরের ভিডিওদুটি zembly.com এর সহজ উইজার্ড অবলম্বন করে কিভাবে ফেসবুক অ্যাপ্লিকেশন বানানো যায় তা শেখাবে। তবে এভাবে তৈরি করলে আপনি আপনার অ্যাপ্লিকেশনের উপর পূর্ণ দখল পাচ্ছেন না। পূর্ণ আয়ত্তের অ্যাপ্লিকেশন তৈরি করতে আপনাকে ফেসবুকের নির্দেশিত উপায়ে কিছু স্পেশাল প্রোগ্রামিং কোড করতে হবে।

ফেসবুকে দুভাবে প্রোগ্রামিং করা যায়: একটি হলো iframe দিয়ে অপরটি হলো FBML দিয়ে। আইফ্রেম পুরানো প্রযুক্তি তবে অনেকেই এটি বেশ পছন্দ করেন। এখন আসি মৌলিক কয়েকটি ধারণায়: ফেসবুক অ্যাপ্লিকেশনে আপনি নিচের টেকনোলজি ব্যবহার করতে পারবেন- ১. FBML- FaceBook Markup Lanuage ২. FQL- Facebook Query Lanuage ৩. FBJS-FaceBook JavaScript নাম শুনেই বোঝা যাচ্ছে যে এগুলো যথাক্রমে ফেসবুকিয় HTML তথা XHTML, ফেসবুকিয় SQL এবং ফেসবুকিয় জাভাস্ক্রিপ্ট। আজকে আমরা শুধু উইজার্ড দিয়েই শিখি। প্রয়োজনীয় লিঙ্কগুলো হলো: ১ ২ ফেসবুক ডেভেলপার উইকি ফেসবুক এপিআই
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.