আমাদের কথা খুঁজে নিন

   

দুস্থ ব্লগারকে সহায়তা করুন - এটা ফান পোস্ট নয়

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

দিনের হিসেব ২৪ ঘণ্টায়। কতভাবে দেখলাম এই ঘণ্টাগুলোর হিসাব এই এককুড়ি দশ যোগ একবছরের জীবনে! আরো দেখব যদি আয়ুষ্মতী হই। আয়ু একধরেনর অভিশাপ মনে হয় আজকাল। না. কারো সহানুভূতি প্রত্যাশী হয়ে এই মন্তব্য করছি না।

অনুভূতিটা ব্যক্ত করলাম। যখন স্কুলে পড়তাম তখন শীত গ্রীষ্ম বর্ষা শরত হেমন্ত বসন্ত সব সময় অন্ধকার থাকতে আমরা ঘুম থেকে উঠতাম। আমাদের পি.টি হতো ৭.১০ এ। আমার বাসা থেকে পাবলিক বাসে স্কুলে যেতে ৪৫মিনিট লাগতো। সুতরাং যেভাবেই হোক ৬.১৫তে আমাদের বাসা থেকে বের হয়ে যেতে হতো।

এরপর কলেজ। সেই মীরপুর থেকে ভিকারুন্নেসা, এটাও খুব সোজা ছিল না। বেবীট্যাক্সিতে আরো তিন বান্ধবীর সাথে শেয়ারে যাতায়াত। ইউনিভার্সিটিতেও আমার ক্লাশ শুরু হতো ৮টায়, আমাকে ৭.১০ এর বাস ধরতে হতো। অফিসে জয়েন করার পর আমার লাইফ স্টাইল পরিবর্তিত হলো।

সাড়ে ৭টা বা ৮টায় উঠলে আমি ৯টার মধ্যে অফিসে পৌঁছাতে পারতাম, ৬বছরের বেশিরভাগ সময় আমি বাসার কাছেই পোস্টেড ছিলাম। এখন আমার পোস্টিং মতিঝিল, বাসা উত্তরা। ঘুম থেকে উঠি ডিজিটাল ৬.৩০ এ (আগামীকাল থেকে ডিজিটাল ৭.৩০ তে উঠব), বের হয় যাই ৭.৩০ এ, তবু ৯টায় ক্বচিত অফিসে ঢুকতে পারি। আসেত কতক্ষণ লাগে তা আল্লাহর হাতে ছেড়ে দেয়া। অফিস থেকে বেরুবার সময় অযু করে বের হই যাতে গাদিতে মাগরিবের নামায আদায় করতে পারি।

টুকটাক খাবার এবং পানিও সাথে নেই, কারণ ৩ঘণ্টাও লাগে কখনো কখনো। বাসায় ফিরতে ৮-৯টা বাজে। অফিস ১০ঘণ্টা, রাস্তায় চারঘণ্টা, ঘুম ৬ঘণ্টা, বাকী ৪ঘণ্টায় আমার কাওয়া, গোসল, নামায, পরিবারের সাথে মিথস্ক্রিয়া সব সম্পন্ন করতে হবে। বাসায় ফিরতে ফিরতে দোকান বন্ধ হয়ে যায়। বাজার কখন করা, রান্না, কাপড়চোপড় ঠিক করা কখন করব?? সব ভেবে আমি ব্লগারদের বলছি আমাকে একটা ট্রাক কিনে দিন চাঁদা দিয়ে।

আমি সেই ট্রাককে কনভার্ট করে নেই। ট্রাকের ভেতরেই খাওয়া ঘুম বাথরুম সবকিছুর ব্যবস্থা থাকবে। রাস্তায় বসে থাকলেও সমস্যা হবে না। আমি ঘুমাতে পারব, খেতে পারব, গোসল করতে পারব। পারব টিভি দেখতে, বই পড়তে, গান শুনতে।

বেশি জ্যাম দেখলে কোথাও পার্ক করে রাত কাটিয়ে দেব। সকালে ট্রাক থেকে লাফ দিয় অফিসে ঢুকে যাব। অতএব, সকলের কাছে আমার আকুল আবেদন আমার যেহেতু ট্রাক কেনার মতো সামর্থ্য নেই, আমাকে সকলে মিলে একটা ব্যবস্থা করে দিন। তখন আমি নিয়মিত ব্লগেও আসতে পারব। আপনাদের সহযোগীতার প্রত্যাশায়, আপনাদেরই নিন্দিত ও নন্দিত ব্লগার মেঘকন্যা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.