আমাদের কথা খুঁজে নিন

   

ফেনী সকারের জন্য শুভকামনা (সাময়িক পোস্ট)।

সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে

ফেডারেশন কাপের আজ প্রথম সেমিফাইনাল। বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৬টা। বিটিভি খেলা দেখাবে। এ টুর্নামেন্টের চমক ফেনী সকার ক্লাব। প্রতিপক্ষ মোহামেডান।

যদিও মোহামেডানে রয়েছে বিদেশী শক্তি, যেটা নেই সকার ক্লাবের। পুরো দলই স্থানীয় খেলোয়াড়নির্ভর। তাতে কি মানসিকভাবে পিছিয়ে থাকার কোন সুযোগ থাকেবে, মোটেই না। কারণ স্থানীয় খেলোয়াড়দের শক্তির উপর ভর করেই সেমিফাইনালে উঠেছে সকার ক্লাব। আজকের ম্যাচেও তারাই মূল ভরসা।

কোয়ার্টার ফাইনালে রহমতগঞ্জের কাছে টাইব্রেকারে জয় নিয়ে সেমিতে ওঠে ফেনী সকার ক্লাব। নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকার পর ম্যাচ টাইব্রেকারে গড়ায়। পরে রহমতগঞ্জকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে নবাগত দলটি। এদিকে আজ চমকের অপেক্ষায় থাকলেও হলুদ কার্ডের ফাঁদে রয়েছেন ফেনী সকারের দুই ডিফেন্ডার। আবু সুফিয়ান জাহিদ ও ইমদাদুল হক মনু আগের ম্যাচগুলোতে দুটি করে হলুদ কার্ড পাওয়ায় মোহামেডানের বিপক্ষে মাঠে নামতে পারছেন না।

তারপরও প্রতিপক্ষকে হারিয়ে চমকের অপেক্ষায় রয়েছেন কোচ মিলন, ‘জয়ের জন্যই মাঠে নামবো আজ। যদিও আমাদের দুজন ডিফেন্ডার ইনজুরিতে। তারপরও একটা চমকের অপেক্ষায় রয়েছি আমি। ’ সকার ক্লাব অতিথি দল, ঢাকার বাইরের অতিথি দলের জন্য বাফুফে মাঠের ব্যবস্থা করেনি । এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই।

বাফুফের বেতনভুক্ত কর্মচারীদেরও বিষয়টি জানিয়ে কোনো সমাধান পাওয়া জায়নি। উপায়ন্তর না দেখে গত দুদিন ভাড়া নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলন করেছে। এর আগে তারা অনুশীলন করেছে পার্কে পার্কে। এ ক্লাবটির জন্য আসুন শুভকামনা জানাই।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।