আমাদের কথা খুঁজে নিন

   

একুশ , মুক্তিযুদ্ধ চেতনা আমার অঙ্গীকার

ধর্ম দিয়ে যদি কর মানুষ আলাদা, তাতে কি রয় আর ধর্মের মর্যাদা। মানব প্রেম, শান্তি সকল ধর্মের মূল কথা, তাহলে তর্ক, সংঘাতে আলাদা করার কেন বৃথা চেষ্টা। প্রাণ ঝরালে আজ একখানি, পেরেছ কি তা সত্যি তা ন জানি। দেশের জন্য যে নেমেছিল আন্দোলনে, আমরা তারে শহীদ বলে মানি।। হউক সে আন্দোলনকারী কিংবা সাধারণ, চাই না এক ফোটা রক্ত কিংবা সহিংস আন্দোলন। মৌনতা মোদের প্রতিবাদ, শ্লোগান মোদের হাতিয়ার, নিশ্চিহ্ন হবে অতীত, বর্তমানের সব রাজাকার।। এ দেশ আমাদের, এ দেশ আমার, একুশ , মুক্তিযুদ্ধ চেতনা আমার অঙ্গীকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।