আমাদের কথা খুঁজে নিন

   

তরুন শূন্য নগরী

মনের পাতা খুজলে পাবে কে আসল মানুষের চিন.. নিজে মানুষ হইতে পারলে মানুষ চেনা নয় কঠিন..

প্রবাসী অধ্যুষিত নগরী সিলেট এখন তরুন শূন্য। নগরীতে সর্বক্ষণ চষে বেড়ানো চঞ্চল সেই তরুনদের অনুপস্হিতিতে নগরী যেন বিষাদগ্রস্হ। অল্প দিন পিছনে তাকলেই যে জিন্দাবাজারকে আমরা দেখতাম তরুনদের পদচারনায় মুখর তা আজ কেবল স্মৃতি। বৃটেন সরকারের গৃহিত নতুন স্টুডেন্ট ভিসা নীতিমালা পয়েন্ট ভিত্তেতে করায় সিলেটের অধিকাংশ তরুন-ই পাড়ি জমিয়েছেন বৃটেনে। বর্তমান পয়েন্ট পদ্ধতিতে পূর্বের তুলনায় ভিসা প্রাপ্তি সহজতর হওয়ায় সেই সুযোগ হাতছাড়া করছেন না কেউই। আর তাই নগরীর অলিগলিতে নেই আড্ডাবাজ তরুনদের আনাগোনা, ক্ষ্যাপাটে তরুনের মটর সাইকেলের ভনভন শব্দ। পড়ে আছে শুধু নিস্তব্দ নগরী আর একাকিত্বের মাঝে ফেলে যাওয়া বন্ধুরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।